বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জীবনের নিরাপত্তা চেয়ে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের এলডিপি নেতা ও ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম জেলা রিটানির্ং অফিসার ও জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। আজ রোববার দুপুরে শাহাদাত হোসেন সেলিম স্বাক্ষরিত একটি আবেদনপত্র জেলা প্রশাসকের নিকট জমা দেন।
এ সময় ধানের শীষের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম তার আবেদনে জানান, তফসিল ঘোষণার পর থেকে নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণকারী আনোয়ার হোসেন খাঁনের কর্মী সমর্থক ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামীলীগের চিহ্নিত নেতাকর্মীরা তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। কোথাও গণসংযোগে নামতে দিচ্ছে না। পোষ্টার লাগানো ও প্রচারনায় বাধা প্রদান করছেন। নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা ও ভাংচুর করছে, নেতাকর্মীদের মারধর করছে। প্রার্থীর বাড়ির আশপাশে ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা মহড়া দিচ্ছে এবং আমি ও আমার নেতাকর্মীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রতিপক্ষ প্রার্থী আনোয়ার হোসেন খাঁনের সমর্থকরা।
তবে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী ড. আনোয়ার হোসেন খাঁনের সাথে একাধিকবার মোবাইলে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি। মোবাইল বাজলেও তিনি রিসিভ করেননি।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তোতা মিয়া জানান, এ বিষয়ে আমার জানা নেই।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানির্ং কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করীম জানান, ধানের শীষ প্রার্থী শাহদাত হোসেন সেলিমের একটা অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর ব্যাবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।