Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

পুলিশ প্রটেকশন চেয়ে ইসিতে এ্যানির চিঠি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ২:৪৯ পিএম

প্রচার-প্রচারণাসহ সার্বক্ষনিক পুলিশ প্রটেকশন চেয়ে নির্বাচন কমিশন
আবেদন করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ও ২৭৬ লক্ষ্মীপুর-৩ আসনের ধানের
শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী কর্তৃক হামলা, হয়রানির কারণে
নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে রোববার দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন কমিশন
এ আবেদন জানান। তার পক্ষে আবেদনের চিঠি জমা দেন ব্যারিস্টার সৈয়দ ইজাজ
কবির ও মঞ্জু চৌধুরী।

চিঠিতে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অভিযোগ করে লিখেন, রাজনৈতিক
প্রতিপক্ষের স্বশস্ত্র ক্যাডারগণ আমার নির্বাচনী প্রচারে প্রতিনিয়ত বাধা
সৃষ্টি করছে। গণসংযোগ বন্ধ করে দিয়েছে। প্রাণনাশের হুমকি-ধামকি দিয়ে
আসছে।

গত ১০ ডিসেম্বর রাতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের
নের্তৃত্বে বাঞ্চানগর সাকিনের পুরান গোডাউন সড়কের বাসায় হামলা চালানো
হয়েছে।

এরপর গত ১৪ ডিসেম্বর লাহারকান্দি ইউনিয়নে সশস্ত্র হামলা হয়। গণসংযোগেও
হামলার চেষ্টা চলে। গত ১২ ডিসেম্বর জকসীন বাজারে, ১৫ ডিসেম্বর মান্দারী
বাজারে, ২০ ডিসেম্বর ভবানীগঞ্জ বাজার এলাকায় প্রতিপক্ষের রাজনৈতিক দলের
সন্ত্রাসীরা মাইক ছিনিয়ে নিয়ে যায় ও ব্যাটারি ও মাইকের মেশিন ভাংচুর করে।

বিভিন্ন হামলায় অর্ধশতাধিক দলীয় নেতাকর্মী ও সমর্থক আহত হয়ে বিভিন্ন
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এস সব কিছু জানিয়ে জেলা পুলিশ সুপার ও জেলা রিটার্নিং কর্মকর্তাকে চিঠি
দিলেও কোনো সাড়া মিলে নি। এরই মধ্যে গত ২১ ডিসেম্বর রাতে ছাত্রলীগের
সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের নের্তৃত্বে তেমুহনীতে গণসংযোগ
চলাকালে ফের হামলার শিকার হই। এমতাবস্থায় নিরাপত্তাহীনতায় থাকার কথা
জানিয়ে গণসংযোগ চলাকালে সার্বক্ষনিক পুলিশ প্রটেকশন নিশ্চিত করতে
নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ