রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে
বিএনপি প্রার্থী শফিকুল হক মিলনের প্রধান নির্বাচনী এজেন্ট মকবুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকাল ১০টার দিকে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে নাশকতার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরের পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
মকবুল হোসেন নওহাটা পৌরসভার মেয়র ও পৌর
বিএনপির সভাপতি।
পবা থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ মকবুল হোসেনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে প্রধান নির্বাচনী এজেন্টকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী-৩ আসনের
বিএনপির প্রার্থী ও নগর
বিএনপির
সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।
তিনি বলেন, নেতাকর্মীদের মাঝে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে তার নির্বাচনী এলাকায়
বিএনপি নেতাকর্মীদের একের পর এক গ্রেফতার করা হচ্ছে।