Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

হবিগঞ্জে বিএনপির প্রার্থী জি কে গউছের উপর হামলা

হবিগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ২:১৯ পিএম

হবিগঞ্জ সদর আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী জেলা বিএনপিসাধারণ সম্পাদক ও সদ্য পদত্যাগী হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছের উপর হামলা করা হয়েছে।

গত শনিবার রাত ৮টার দিকে গণসংযোগকালে শায়েস্তাগঞ্জ স্টেশন বাজারের সামনে তার উপর অতর্কিত হামলা করা হয়। হামলা থেকে বাঁচতে তিনি একটি ব্যবসা প্রতিষ্ঠানে আশ্রয় নেন।

বিএনপি থেকে দাবী করা হয়েছে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তাদের উপর হামলা করে অন্তত ২০/২৫ জনকে আহত করেছে।

ঘটনাস্থল থেকে কামরুল মিয়া নামে একজন জানান, জিকে গউছ শায়েস্তাগঞ্জ পশ্চিম বাজার থেকে গণসংযোগ করতে করতে স্টেশন বাজারের সামনে এলে অতর্কিত দা, লাঠি ফিকলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করা হয়। প্রাণভয়ে তিনি একটি ব্যবসা প্রতিষ্ঠানে আশ্রয় নেন। তার সাথে আরো কিছু যুবদল ছাত্রদল নেতাকর্মী অবরুদ্ধ হয়ে পড়েন।

স্থানীয় সংবাদকর্মী মইনুল হাসান জানান, এমপি প্রার্থীর সাথে থাকা মহিলা দলের নেত্রীদেরকে রাত ৯টার দিকে নিরাপদে ঘটনাস্থল থেকে হবিগঞ্জের দিকে পাঠিয়ে দেয়া হয়েছে।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ জানান, গণসংযোগকালে যুবলীগ ছাত্রলীগের নেতৃত্বে হামলা করা হয়। আমাদেরকে রক্ষা না করে পুলিশ তাদেরকে সহযোগিতা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ