Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিতর্কে আম্পায়ারিং

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

আউটসাইড অফে করা ওশানে টমাসের লেন্থ বল এক বাউন্সে মিডউইকেট দিয়ে বাউন্ডারিছাড়া করলেন লিটন দাস। তার আগেই ‘নো বল’ ডাকেন আম্পায়ার তানভির আহমেদ। কিন্তু রিপ্লেতে স্পষ্ট দেখা যায় টমাসের পা দাগের উপরেই ছিল। এসময় ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে কোন প্রতিবাদ আসেনি।
এটি ছিল ওভারের পঞ্চম বল। ফ্রি-হিট পেয়ে ছক্কা হাঁকান লিটন। শেষ বলটিও হলো হুবহু একই রকম। এবারো নো বল দেন বাংলাদেশের আম্পায়ার তানভির। কিন্তু এবার লং-অফে ক্যাচ দিয়েছেন লিটন। সেই ক্যাচ লুফেও নিয়েছেন ক্যারিবীয় ফিল্ডার। এবার তাই আর ছাড় দিলেন না উইন্ডিজ দলপতি কার্লোস ব্রাফেট। মাঠেই এ নিয়ে কিছু সময় চলে আম্পায়ার-অধিনায়ক তর্ক। ব্রাফেট রিভিউ চান, কিন্তু নো বলে রিভিউ সিস্টিম না থাকার কথা জানান আইসিসির আম্পায়ার হিসেবে সিলেটে আন্তর্জাতিকভাবে অভিষেক হওয়া তানভির। তাদের কথপকথনের আকার-ইঙ্গিতে এমনটিই অনুমান করা যায়। ব্রাফেট এরপর হাঁটা ধরেন ড্রেসিংরুমের দিকে। মাঠের বাউন্ডারিসীমায় এসে দাঁড়িয়ে নিজের পক্ষে যুক্তি তুলে ধরেন টিভি আম্পায়র গাজি সোহেলকে। এসময় তাকে শান্ত করতে আসেন ম্যাচ রেফারি জেফ ক্রো ও বাংলাদেশ দলপতি সাকিব আল হাসান। ড্রেসিংরুম থেকে বাউন্ডারিলাইনে নেমে আসেন উইন্ডিজ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও। শেষ পর্যন্ত আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়েই খেলা শুরু করে উইন্ডিজ। শেষ বলে ছক্কা হাঁকান সৌম্য। টমাসের ঐ ওভার থেকে আসে ৩০ রান! ৪ ওভার শেষে তখন বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৬২। ফাবিয়ান অ্যালেনের করা পরের ওভারেই টানা দুই বলে শেলডন কটরেলকে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য সরকার ও সাকিব আল হাসান। এরপর আর পথ খুঁজে পায়নি বাংলাদেশ।
শুধু বিতর্কিত ঐ ওভারেই নয়, ম্যাচজুড়ে এমন অনেক ভুল সিদ্ধান্ত দিতে দেখা যায় নব্য আইসিসির প্যানেলভুক্ত বাংলাদেশি আম্পার তানভিরকে। তানভিরের মাঠের সঙ্গী মাসুদুর রহমানের আন্তর্জাতিক অভিষেক হয় গত জানুয়ারিতে ঢাকায় জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা ওয়ানডে দিয়ে। তবে তার টি-টোয়েন্টি অভিষেক সিলেটে তানভিরের সঙ্গেই।
এমনিতেই আইসিসি আম্পায়ারিং প্যানেলে বাংলাদেশের তেমন কেউ সুযোগ পান না। ‘কেন সুযোগ পান না?’ এই প্রশ্নের সমুদয় উত্তর হয়ত লুকিয়ে আছে গতকালের ম্যাচেই।

স্কোর কার্ড
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, ৩য় টি-২০
মিরপুর, টস : বাংলাদেশ (বোলিং)
উইন্ডিজ ইনিংস রান বল ৪ ৬
লুইস বোল্ড মাহমুদউল্লাহ ৮৯ ৩৬ ৬ ৮
হোপ বোল্ড সাকিব ২৩ ১২ ৩ ১
পল ক আরিফুল ব মুস্তাফিজ ২ ৩ ০ ০
পাওয়েল ক লিটন ব মাহমুদউল্লাহ ১৯ ১৬ ১ ১
হেটমায়ার এলবি মাহমুদউল্লাহ ০ ১ ০ ০
পুরান ক রনি ব মুস্তাফিজ ২৯ ২৪ ২ ২
ব্রাফেট ক মিরাজ ব মুস্তাফিজ ৮ ৬ ১ ০
রাদারফোর্ড ক মুশফিক ব সাকিব ২ ৬ ০ ০
অ্যালেন স্ট্যাম্প ব সাকিব ৮ ৭ ১ ০
কট্রেল অপরাজিত ২ ২ ০ ০
থমাস রানআউট ০ ২ ০ ০
অতিরিক্ত (বা ১, ও ৭) ৮
মোট (অলআউট, ১৯.২ ওভার) ১৯০
উইকেট পতন : ১-৭৬ (হোপ), ২-৯০ (পল), ৩-১২২ (লুইস), ৪-১২২ (হেটমায়ার), ৫-১৫৯ (পাওয়েল), ৬-১৭৬ (পুরান), ৭-১৭৮ (ব্রাফেট), ৮-১৮৮ (অ্যালেন), ৯-১৮৯ (রাদারফোর্ড), ১০-১৯০ (থমাস)।
বোলিং : রনি ২-০-৩৯-০, সাইফউদ্দিন ৪-০-৩৬-০, মিরাজ ২-০-২৬-০, সাকিব ৪-১-৩৬-৩, মুস্তাফিজ ৪-০-৩৩-৩, মাহমুদউল্লাহ ৩.২-০-১৮-৩।
বাংলাদেশ (লক্ষ্য ১৯১) রান বল ৪ ৬
তামিম রানআউট ৮ ৬ ০ ১
লিটন ক ব্রাফেট ব পল ৪৩ ২৫ ৩ ৩
সৌম্য ক কট্রেল ব অ্যালেন ৯ ১০ ০ ১
সাকিব ক কট্রেল ব অ্যালেন ০ ১ ০ ০
মুশফিক ক অ্যালেন ব পল ১ ৫ ০ ০
মাহমুদউল্লাহ ক ব্রাফেট ব পল ১১ ৯ ২ ০
মিরাজ ক অ্যালেন ব কট্রেল ১৯ ১৯ ১ ১
আরিফুল ক রাদারফোর্ড ব পল ০ ১ ০ ০
সাইফউদ্দিন ক হোপ ব পল ৫ ৭ ১ ০
আবু হায়দার অপরাজিত ২২ ১৭ ৩ ১
মুস্তাফিজ ব ব্রাফেট ৮ ৭ ০ ১
অতিরিক্ত (বা ১, লেবা ২, নো ৫, ও ৬) ১৪
মোট (১৭ ওভারে অল আউট) ১৪০
উইকেট পতন : ১-২২ (তামিম), ২-৬৫ (সৌম্য), ৩-৬৫ (সাকিব), ৪-৬৬ (মুশফিক), ৫-৮০ (মাহমুদউল্লাহ), ৬-৮৯ (লিটন), ৭-৮৯ (আরিফুল), ৮-৯৬ (সাইফউদ্দিন), ৯-১২৯ (মিরাজ), ১০-১৪০ (মুস্তাফিজ)।
বোলিং : কট্রেল ৪-০-৩২-১, থমাস ৩-০-৫৬-০, অ্যালেন ৪-০-১৯-২, পল ৪-০-১৫-৫, ব্রাফেট ২-০-১৫-১।
ফল : ওয়েস্ট ইন্ডিজ ৫০ রানে জয়ী।
ম্যাচ সেরা : এভিন লুইস (উইন্ডিজ)।
সিরিজ : ৩ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে জয়ী।
সিরিজ সেরা : সাকিব আল হাসান (বাংলাদেশ)।

 

 

সিরিজের সেরা পাঁচ
ব্যাটসম্যান ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড়
শাই হোপ ৩ ৩ ১১৪ ৫৫ ৩৮.০০
লিটন দাস ৩ ৩ ১০৯ ৬০ ৩৬.৩৩
ইভিন লুইস ৩ ৩ ১০৮ ৮৯ ৩৬.০০
সাকিব আল হাসান ৩ ৩ ১০৩ ৬১ ৫১.৫০
রভমান পাওয়েল ৩ ২ ৬৯ ৫০ ৩৪.৫০

বোলার ম্যাচ ইনিংস উইকেট সেরা গড়
সাকিব আল হাসান ৩ ৩ ৮ ৫/২০ ১১.১২
কিমো পল ৩ ৩ ৭ ৫/১৫ ১৩.১৪
শেলডন কট্রেল ৩ ৩ ৭ ৪/২৮ ১৪.০০
মাহমুদউল্লাহ ৩ ৩ ৫ ৩/১৮ ৬.৪০
মুস্তাফিজুর রহমান ৩ ৩ ৫ ৩/৩৩ ১৯.৬০



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ