Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

অর্ধেক জনসংখ্যা দেখেছে বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

গত গ্রীষ্মে রাশিয়ায় অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ টেলিভিশন পর্দায় দেখেছে বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ। সম্প্রতি এক গবেষনা প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
পাবলিক মিডিয়া স্পোর্টস ও এন্টারটেইনমেন্ট জানায়, রেকর্ড ৩.৫৭ বিলিয়ন (৩’শ ৫৭ কোটি) মানুষ সরাসরি টিভি পর্দায় বিশ্বকাপ ম্যাচ উপভোগ করেছে। ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার মধ্যকার সেমিফাইনাল দেখেছে প্রায় ৩’শ ২৭.৫ কোটি মানুষ। ফাইনাল ম্যাচ দেখেছে তার চেয়েও এক বিলিয়ন বেশি মানুষ! অন্যবারের চেয়ে এবার দর্শকরা বেশি সময় ধরে টিভি পর্দার সামনে বসে ছিল। ফিফার চিফ কমার্শিয়াল অফিসান ফিলিপ লে ফ্লোচে বলেন, ‘এই তথ্য নিশ্চিত করে যে, রাশিয়া ২০১৮ ছিল সর্বকালের শ্রেষ্ঠ বিশ্বকাপ আসর।’
১৪ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত রাশিয়া বিশ্বকাপ। ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় ফ্রান্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ