নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
২০১৭ সালে সবশেষ খেলেছেন অস্ট্রেলিয়ান ওপেন। গর্ভবতী অবস্থায় কোর্টে নেমেও সেবার সেরেনা উইলিয়ামস শিরোপা উঁচিয়ে ধরেছিলেন মেলবোর্ন পার্কে। যদিও গত বছর খেলা হয়নি বছরের প্রথম গ্র্যান্ড ¯øাম। এক বছর বিরতি দিয়ে আমেরিকান তারকা আবার নামতে যাচ্ছেন সেই অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই।
২০১৯ সালে বছরের প্রথম গ্র্যান্ড ¯øামে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ। প্রতিযোগিতাটির আয়োজক ক্রেইগ টিলি জানিয়েছেন, এক বছর বিরতি দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে ফিরছেন সেরেনা, ‘র্যাংকিংয়ে এখন ১৬তম স্থানে থাকা সেরেনা উইলিয়ামস প্রথমবার ফিরতে যাচ্ছেন মেলবোর্নে ২০১৭ সালের পর, যেবার গর্ভবতী অবস্থায় তিনি জিতেছিলেন শিরোপা।’
২০১৭ সালে আট সপ্তাহের অন্তঃসত্ত¡া অবস্থায় তিনি জিতেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। প্রথম সন্তান জন্ম দেওয়ায় ওই বছর আর নামতে পারেননি অন্য গ্র্যান্ড ¯ø্যামে।
২০১৮ সালে কোর্টে ফিরে উইম্বলডন ও ইউএস ওপেনের ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি সেরেনার। ২৩টি গ্র্যান্ড ¯øামের মালিক নতুন বছরে মর্গারেট কোর্টের ২৪ শিরোপার ভাগ বসানোর মিশনে নামবেন।
সেরেনার সঙ্গে রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারের খেলার বিষয়টিও নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজক। চোটের কারণে তাদের খেলা নিয়ে অনিশ্চতা জন্ম নিলেও টিলি সুখবর দিয়েছেন ভক্তদের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।