Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

মামলা করতে গেলে থানা থেকে বের করে দিয়ে উল্টো মামলা হয়েছে

সংবাদ সম্মেলনে মাহমুদুল ইসলাম চৌধুরী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

হামলার শিকার হওয়া চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরী থানায় মামলা করতে গেলে উল্টো মামলা দিয়ে থানা থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার নগরীর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। এমনকি এ ঘটনায় হামলার শিকার হওয়া ৩০ থেকে ৪০ জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, অনুমতি নিয়ে শুক্রবার বাঁশখালীর উত্তর চাম্বলের সিকদার দোকান এলাকায় নির্বাচনী প্রচারণা করতে গেলে ওই ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হকের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে ২৫ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়। এরপর বিকেলে জনসভায় বক্তব্য দেয়ার সময় আবারও গুলিবর্ষণ করে। তখন আরও বেশ কয়েকজন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়। তিনি বলেন, ওইদিন সন্ধ্যায় বাড়িতে গেলে বাড়ি ঘেরাও করে প্রকাশ্যে গুলি করে সরকারদলীয় সমর্থকরা।
তবে অভিযোগের বিষয়ে বাঁশখালী থানা পুলিশ সাংবাদিকদের জানান, কোনো মামলা করিনি এবং কোনো নেতাকর্মীকে আটকও করা হয়নি। তিনি যেসব অভিযোগ করেছেন তা মিথ্যা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেজাম উদ্দিন চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি জসিম উদ্দিন, নুরুল ইসলাম, মোরশেদুল আলম, উসমান খান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ