Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারি কার্যক্রমে অচলাবস্থা

যুক্তরাষ্ট্রে বাজেট সমস্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বাজেট পাস নিয়ে মতৈক্য না হওয়ায় সরকারের একাংশের কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে। ৪০ বছরের মধ্যে এই প্রথম একই বছরে তিনবার এ ধরণের ঘটনা ঘটল। ক্রিসমাসের ছুটির শুরুতে শনিবার (স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত) থেকে ফেডারেল সরকারের এক-চতুর্থাংশের কাজ বন্ধ হয়ে যায়।
সামনের দিনগুলির জন্য কংগ্রেস এখনও সরকারি বাজেট অনুমোদন করেনি বলে ইতিমধ্যেই ছুটিতে যেতে বলা হয়েছে নাসার বেশির ভাগ কর্মীকে। বেতন দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেয়া হয়েছে মার্কিন বিদেশ, বাণিজ্য, হোমল্যান্ড সিকিওরিটি (অভ্যন্তরীণ নিরাপত্তা), বিচারবিভাগ ও কৃষি দফতরগুলির বহু কর্মীকে। ক্রিসমাসের ছুটির সময়ে বেতন না পাওয়া বা চাকরি যাওয়ার আশঙ্কায় কার্যত সন্ত্রস্ত হয়ে পড়েছেন ৮ লাখেরও বেশি মার্কিন সরকারি কর্মচারী।
সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, প্রতিনিধি পরিষদ ও সিনেট দুই কক্ষেই অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়েছে। সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। সিনেটের হুইপ রিপাবলিকান নেতা জন করনিন নিশ্চিত করেছেন, সিনেটে কোনো ভোট হচ্ছে না। এতে সরকারের একাংশের কাজকর্ম বন্ধের বিষয়টি প্রায় নিশ্চিত। ফলে হোমল্যান্ড সিকিউরিটি, পরিবহন, কৃষি, বিচার বিভাগের কাজকর্ম বন্ধ থাকবে। একই সঙ্গে ফেডারেল জাতীয় উদ্যান ও বন বিভাগের কাজও বন্ধ থাকবে।
আর বাজেট নিয়ে এই অচলাবস্থা তৈরি হয়েছে মেক্সিকো সীমান্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়াল নির্মাণের জন্য অর্থ চাওয়ার বিষয়টি নিয়ে। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ৫০০ কোটি মার্কিন ডলার অর্থ বরাদ্দ না হলে বাজেটসংক্রান্ত কোনো আইনে স্বাক্ষর করবেন না বলে জানিয়েছেন ট্রাম্প। অন্যদিকে, ডেমোক্র্যাটরা জানিয়েছেন, তাঁরা ১৩০ কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দ সমর্থন করবেন না।
আগামী ৮ ফেব্রæয়ারি পর্যন্ত ফেডারেল সরকারের প্রতিষ্ঠানগুলোকে সচল রাখতে গত বুধবার অর্থ ব্যয়ের জন্য বিল পাস হয়। এর মধ্যে ট্রাম্পের দেয়াল নির্মাণের জন্য অর্থ বরাদ্দের ক্ষেত্রে সম্মতি দেওয়া হয়নি। এ ঘটনায় ট্রাম্পের সমর্থক ও কট্টর রিপাবলিকানরা তীব্র প্রতিক্রিয়া দেখান। সেই জোরে দেয়াল নির্মাণের জন্য ৫০০ কোটি ডলার অর্থ বরাদ্দের ব্যাপারে অনড় থাকেন ট্রাম্প। এ বরাদ্দ দেওয়া না হলে ওই বিলে তিনি স্বাক্ষর করবেন না বলে জানিয়েছেন।
বর্তমান নিয়ম অনুসারে, সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রতিনিধি পরিষদে এ ধরনের বিল পাস হয়ে যায়। প্রতিনিধি পরিষদ কক্ষে এখন ট্রাম্পের দলের নিয়ন্ত্রণ থাকলেও মধ্যবর্তী নির্বাচনে জয় পাওয়ার কারণে ডেমোক্র্যাটরা জানুয়ারি মাস থেকে ওই কক্ষের নিয়ন্ত্রণ নেবেন।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একাত্ম হয়ে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা বৃহস্পতিবার বাজেট বরাদ্দ বিলে দেয়াল নির্মাণের অর্থ বরাদ্দ যুক্ত করার বিষয়টি অনুমোদন করে। প্রতিনিধি পরিষদে বিলটি পাস হওয়ার পরপরই ডেমোক্র্যাট নেতা চাক শুমার জানিয়েছিলেন, সিনেটে বিলটি পাস হবে না। এর পরিপ্রেক্ষিতে ট্রাম্প বলেছিলেন, দেয়াল নির্মাণ প্রশ্নে বরাদ্দ না পেয়ে যদি অচলাবস্থা সৃষ্টি করতে হয়, তাহলে তিনি ‘গর্ববোধ’ করবেন। তবে শুক্রবার তিনি সব দায় চাপান ডেমোক্র্যাটদের ওপর। এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘বাজেট পাস করতে সিনেটে ডেমোক্র্যাটদের ভোট দরকার। তবে তারা নেতিবাচক অবস্থান নিলে সরকারে অচলাবস্থা সৃষ্টি হবে এবং তা হবে দীর্ঘমেয়াদি। জনগণ উন্মুক্ত সীমান্ত আর অপরাধ চায় না।’ সূত্র: সিএনএন ও বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ