Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএস’র বিরুদ্ধে যুদ্ধ চালাবে তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

আইএস’র বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে চায় তুরস্ক। শুক্রবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে সমাবেশে প্রদত্ত এক ভাষণে এমনটি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। অন্যদিকে নিজেদের জয়ী ঘোষণা করে সিরিয়া থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এরদোগান বলেন, আইএস’র বাকি যে সব সদস্য সিরিয়ায় রয়েছে তাদের বিরুদ্ধে তুরস্ক যুদ্ধের মাত্রা আরো বাড়াবে এবং দেশটি সিরিয়ার উত্তর-পূর্বে থাকা কুর্দিদের ওপর হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে। এরদোগান বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা অনুযায়ী আইসিস যোদ্ধা যারা এখনো সিরিয়ায় অবস্থান করছে বলে মনে করা হয়, তাদের অপসারণ করার জন্য আমরা কর্মক্ষম পরিকল্পনা নিয়ে কাজ চালিয়ে যাব। প্রসঙ্গত, গত শুক্রবারও সিরিয়ার দক্ষিণ-পূর্ব অংশে যুক্তরাষ্ট্র সমর্থিত এসডিএফ মিলিশিয়া বাহিনীর ওপর হামলা চালায় আইস জিহাদিরা। উল্লেখ্য, গত বুধবার আইএসআইএস’র বিরুদ্ধে নিজেদের জয়ী ঘোষণা করে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সিদ্ধান্তকে রাশিয়া এবং তুরস্ক স্বাগত জানালেও এর বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো। খবরে বলা হয়, প্রেসিডেন্ট এরদোগান সমাবেশে বলেন, ‘ফোরাত নদীর পূর্ব উপকূলে সেনা অভিযান চালানোর বিষয়ে গত সপ্তাহে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনালাপ, কয়েকজন কূটনীতিকের সঙ্গে যোগাযোগ ও মার্কিন সরকারের বিবৃতির পর আমরা সাময়িকভাবে অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি স্পষ্ট করে বলেন, অভিযান স্থগিত করার অর্থ এই নয় যে, তা সারাজীবন স্থগিত থাকবে। তিনি বলেন, মার্কিন সেনা প্রত্যাহারের ফলাফল কী হয় তা দেখার জন্য আমরা অপেক্ষা করব। মার্কিন সেনা প্রত্যাহারের পর সেখানে তুরস্কের অভিযান শুরু হবে বলে এরদোগান ইঙ্গিত দেন। তুর্কি প্রেসিডেন্ট দাবি করেন, আগামী কয়েক মাসের মধ্যে সিরিয়ার মাটি থেকে কুর্দি গেরিলা ও আইএস জিহাদিদের তৎপরতা বন্ধ করা হবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ