মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মেক্সিকো সীমান্তে দেয়াল তুলতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ৫০০ কোটি মার্কিন ডলারের বাজেট অনুমোদন দেয়নি সিনেট। শুক্রবার ওই বাজেট অনুমোদনে ব্যর্থ হওয়ার পর মধ্যরাত থেকে আবারও দেশটির সরকার আংশিকভাবে শাটডাউন বা অচলাবস্থায় পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বাজেট পাশ না হওয়ায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের প্রায় এক চতুর্থাংশ সংস্থা বাজেট সংকটে পড়লো। চলতি বছরের শুরুর দুই মাসে পরপর শাটডাউনের কবলে পড়েছিল যুক্তরাষ্ট্র। নিজের নির্বাচনি প্রতিশ্রুতি ব্যর্থ হতে বসায় এবারের শাট ডাউন দীর্ঘমেয়াদি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। চলতি বছরের জানুয়ারিতে বছরের প্রথম শাটডাউনের কবলে পড়ে যুক্তরাষ্ট্র। তিনদিনের মাথায় এই অচলাবস্থার অবসান হয়। ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় শাটডাউনের কবলে পড়লেও নয় ঘণ্টার মাথায় তার অবসান ঘটে। এনিয়ে চলতি বছর তৃতীয় দফায় শাটডাউনের মুখে পড়লো যুক্তরাষ্ট্র। তবে এবারের শাটডাউন দীর্ঘমেয়াদি হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবারের শাটডাউনের কবলে পড়েছে স্বরাষ্ট্র দফতর, পরিবহন, কৃষি, অঙ্গরাজ্য এবং বিচার বিভাগ শাটডাউনের কবলে পড়লো। এছাড়া বন্ধ থাকবে ফেডারেল ন্যাশনাল পার্ক ও বনাঞ্চল। এই শাটডাউনের ফলে এসব বিভাগের হাজার হাজার কর্মীর বেতন থাকবে বা অস্থায়ী ছুটিতে পাঠানো হবে। আগামী ৮ জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় দফতরগুলো খোলা রাখতে একটি মধ্যবর্তী বাজেট পাশ হয় গত বুধবার। তবে এর মধ্যে ট্রাম্পের দীর্ঘদিনের প্রতিশ্রæত সীমান্ত দেওয়াল নির্মাণের বাজেট থাকলেও তা তা পাশ হয়নি। কট্টরপন্থী রিপাবলিকান ও সমর্থক সিনেটররা ওই বাজেট অনুমোদন দিতে অস্বীকার করলে ট্রাম্প সতর্ক করে দিয়েছিলেন সীমান্ত দেওয়াল নির্মাণের বাজেট অন্তর্ভুক্ত না হলে বাজেট অনুমোদন করবেন না তিনি। শুক্রবার স্টীলের তৈরি প্রস্তাবিত সীমান্ত দেওয়ালের একটি নকশা প্রকাশ করেন ট্রাম্প। পরে তিনি টুইটারে অভিবাসী বিতর্ক নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে তিনি সীমান্ত দেওয়াল না থাককে খুবই মারাত্মক বলে মন্তব্য করেন। ভিডিওতে সীমান্তের দিকে আসতে থাকা অভিবাসীদের ফুটেজের সঙ্গে ট্রাম্প মাদক এবং সহিংস সংঘবদ্ধ চক্রের তাদের দেশে প্রবেশের বিষয়ে সতর্ক করেন। ট্রাম্প বলেন, আমরা যুক্তরাষ্ট্রে তাদের চাই না, আমরা তাদের আমাদের দেশে চাই না। আর তা একমাত্র বন্ধ করার একমাত্র জিনিস হলো সীমান্ত নিরাপত্তা দেওয়াল বা সরু বেড়া বা যাই আপনারা এটাকে বলেন। যুক্তরাষ্ট্রের সিনেটে পাশ হওয়া যেকোনও বাজেট কার্যকর করতে প্রেসিডেন্টের স্বাক্ষর বা অনুমোদনের দরকার পড়ে। বর্তমান নিয়মানুযায়ী ব্যয় নির্বাহের খরচ সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় হাউস অব রিপ্রেজেন্টেটিভ-এ অনুমোদিত হয়। বর্তমানে পার্লামেন্টের এই কক্ষে ট্রাম্পের রিপাবলিকান দলই সংখ্যাগরিষ্ঠ তবে আগামী জানুয়ারিতে এই কক্ষে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবেন ডেমোক্র্যাটরা। সীমান্ত দেওয়াল নির্মাণ করতে পার্লামেন্টকে এখন ৫৭০ কোটি মার্কিন ডলারের অনুমোদন দিতে হতো। তবে প্রেসিডেন্টের কাছে এই বাজেট পৌঁছানোর আগে সিনেটে ৬০ ভোট পেয়ে পাশ হতে হতো। পার্লামেন্টের এই কক্ষে রিপাবলিকানদের আসন সংখ্যা ৫১। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।