Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন স্থল যুদ্ধনীতি ঘোষণা ভারতের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

ভারতীয় সেনাবাহিনী সমন্বিত ব্যাটল গ্রুপ (আইবিজি) গঠন, সাইবার যুদ্ধের সক্ষমতা বৃদ্ধি, জ্বালানি-চালিত অস্ত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক সিস্টেম বাহিনীতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে যাতে বহুমুখী নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়। সেনাবাহিনী যে ল্যান্ড ওয়্যারফেয়ার ডকট্রিন-২০১৮ ঘোষণা করেছে, তাতে এ সব উল্লেখ রয়েছে। ২৭ নভেম্বর প্রণীত ওই ডকট্রিন প্রকাশ করা হলো ডিসেম্বরের মাঝামাঝি। এতে বলা হয়েছে যে ভারতীয় সেনাবাহিনী ‘কম্পজিট’ আইবিজি মোতায়েন করবে যেগুলোতে পাঁচ থেকে ছয়টি ব্যাটালিয়ন থাকবে। ‘শক্তি প্রয়োগে আরও নমনীয়তা আনতে’ এই আইবিজিগুলো কনভেনশনাল অভিযান পরিচালনা করবে। প্রতিটি আইবিজি হবে বিদ্যমান ৩০০০ সেনার ব্রিগেডের চেয়ে বড় কিন্তু ১০,০০০ সেনার ডিভিশনের চেয়ে ছোট। এর নেতৃত্ব দিবেন দুই স্টার কর্মকর্তা এবং এতে পদাতিক, আর্মার্ড, আর্টিলারি, বিমান-প্রতিরক্ষা এবং সহায়তা ইউনিট থাকবে এবং এগুলোর সবগুলোকে পৃষ্ঠপোষকতা দেবে অ্যাটাক হেলিকপ্টার। ডকট্রিন অনুসারে, সেনাবাহিনী ক্রস-ডোমেইন সক্ষমতা অর্জনের দিকেও মনোযোগ দিবে। তিন বাহিনীর মধ্যে সমন্বয় এবং যৌথভাবে কাজকে সহজ করা হবে এবং ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে কার্যকর ও শক্ত সামরিক প্রতিরক্ষা গড়ে তোলার জন্য বিদ্যমান শক্তি ও সম্পদের সর্বোচ্চ ব্যবহারের দিকে মনোযোগ দেয়া হবে”। সেনাবাহিনী একইসাথে পাকিস্তান ও চীনের সাথের ‘উত্তাল, জটিল ও সক্রিয়’ সীমান্ত থেকে উদ্ভুত বিপদ মোকাবেলায় কৌশলের উন্নয়ন করছে। তাদের ভাষায় এটা “সীমান্তের ওপার থেকে আসা রাষ্ট্র-চালিত সন্ত্রাস”। ডকট্রিনে বলা হয়েছে যে, “সেনাবাহিনী বিতর্কিত ৪,০৫৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় চীনের পিপলস লিবারেশান আর্মির (পিএলএ) ‘ইচ্ছাকৃত সীমালঙ্ঘন’ ‘কঠোর ও দৃঢ়ভাবে’ এবং বিদ্যমান চুক্তি ও প্রটোকল অনুযায়ী মোকাবেলা করবে। ২০১৭ সালের আগস্টে ভারতীয় সেনাবাহিনী এবং পিএলএ ভারত, চীন ও ভুটান সীমান্তের দোকলামে ৭২ দিন ধরে মুখোমুখি অবস্থান নিয়েছিল। ওই ঘটনার পরই এই ডকট্রিন প্রকাশ করা হলো। সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ