Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আট গো-রক্ষকের যাবজ্জীবন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

ভারতের ঝাড়খÐে দুই মুসলিম গরু ব্যবসায়ীকে গণপিটুনিতে হত্যার দায়ে আট গো-রক্ষককে যাবজ্জীবন কারাদÐ দিয়েছে দেশটির একটি আদালত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম এখবর জানিয়েছে। ২০১৬ সালের মার্চে ১২ বছরের স্কুল শিক্ষার্থী ইমতিয়াজ খান ও ৩২ বছরের গরু ব্যবসায়ী মজলুম আনসারিকে পিটিয়ে ও গাছে ঝুলিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার দুই বছর পর রাজ্যটির লাথেহার জেলার এক আদালত এই রায় দিল। শুক্রবার রায় ঘোষণার দিন অভিযুক্তদের আদালতে হাজির করা হয়। এসময় তাদের পক্ষে শতাধিক ব্যক্তি আদালতের প্রাঙ্গনে জড়ো হয়ে সেøাগান দেন। গত কয়েক বছরের মধ্যে ভারতে হিন্দু গো-রক্ষকদের তাÐবে নিহতের ঘটনায় এটি দ্বিতীয় মামলার রায়। অভিযুক্তদের আইনজীবী দাবি করেছেন, তদন্তের সময় পুলিশ দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছে। তিনি জানিয়েছেন এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ