Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খবরের নিরপেক্ষতা নিয়ে বিবিসি-রাশিয়া তিক্ততা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

রাশিয়ার গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা বলছে, বিবিসি ওয়ার্ল্ড নিউজ এবং বিবিসি ওয়েবসাইটে রাশিয়া সম্পর্কিত খবরের ‘নিরপেক্ষতা’ যাচাই করা হবে। ক্রেমলিনের একজন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া বিষয়ক বিবিসির খবর নিয়ে নানা প্রশ্ন উঠার পর বেশ তিক্ততার সৃষ্টি হয়েছে। তবে বিবিসি বলছে, বিবিসি ওয়ার্ল্ড নিউজ রাশিয়ার আইন-কানুন মেনেই এসব খবর প্রচার করে। এর আগে বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা অফিস অব কমিউনিকেশনস বা অফকম বলেছে, ক্রেমলিন সমর্থিত আন্তর্জাতিক টেলিভিশন নেটওয়ার্ক আরটি তাদের সাতটি অনুষ্ঠানে নিরপেক্ষতা ভঙ্গ করেছে। চলতি বছর ১৭ মার্চ থেকে ২৬ এপ্রিলের মধ্যে এটি ঘটেছে বলে মনে করছে অফকম। আর অফকমের বক্তব্যের জবাবে তাদের পাল্টা সিদ্ধান্তের কথা জানিয়েছে রাশিয়া। কিন্তু ঘটনার সূত্রপাত আরও আগে। বিবিসি বাংলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ