Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরের ডিসিকে বেনামী চিঠি দিয়ে হুমকি

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ৮:২৪ পিএম | আপডেট : ৮:২৫ পিএম, ২২ ডিসেম্বর, ২০১৮

গাজীপুরের ডিসিকে নাম ঠিকানা বিহীন একটি চিঠি দিয়ে হুমকি দেয়া হয়েছে। ওই বেনামী চিঠিটি ২০ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে হস্তগত হয় বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, চিঠিতে তিনি, তাঁর পরিবার ও আত্মীয় স্বজনকে উদ্দেশ্য করে হুমকি দেয়া হয়। এ ব্যাপারে জরুরী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, গাজীপুরের পুলিশ সুপার, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বরাবর চিঠি দেয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, হাতে লেখা চিঠিতে একটি অংশে লেখা আছে ‘আপনার প্রতিদিনের তৎপরতা মনিটর করা হচ্ছে। আপনার অপরাধ দিন দিন ভারী হচ্ছে। তাই টার্গেট থেকে বাদ পড়তে ১০০ ভাগ নিরপেক্ষতা প্রমাণ করুন। অন্যথায় এ্যাকশন।’



 

Show all comments
  • Hasan ২২ ডিসেম্বর, ২০১৮, ১১:০২ পিএম says : 0
    Vai , Ata humki hoi kivaba.ata to akjon nosto lokkha sothik path a a anar ahban.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেনামী চিঠি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ