বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হামলা মামলা গণগ্রেফতার ও নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী আলহাজ্ব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী। তিনি গতকাল শনিবার তার কেন্দুয়া নির্বাচনী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতীক বরাদ্দের পরপরই আমি নির্বাচনী প্রচারণা শুরু করতে চাইলে আওয়ামীলীগ নেতাকর্মীরা আমার বাসভবন ও রাজনৈতিক কার্যালয়ে হামলা চালিয়ে তিনটি গাড়ীসহ বেশ কয়েকটি মোটর সাইকেল ভাংচুর করে। তিনি চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে প্রতিপক্ষের লোকজন আমার পোস্টার ছিঁড়ে ফেলেছে এবং নির্বাচনী প্রচারণায় বাঁধা দিচ্ছে, অপরদিকে পুলিশ বিএনপি ও অঙ্গসংগঠনের ৮শত ৮৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ৬ শতাধিক নেতাকর্মীর নামে ৬টি গায়েবী মামলা দায়ের করে প্রায় শতাধিক নেতাকর্মীকে গণগ্রেফতার করেছে। তিনি এসব ব্যাপারে জেলা রির্টানিং অফিসার বরাবরে বার বার লিখিত অভিযোগ করলেও কোন সুফল পাননি। সংবাদ সম্মেলনে তিনি বাকী ৬দিন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে যাতে নেতাকর্মীদের নিয়ে নির্বাচন পরিচালনা করতে পারেন তার জন্য নির্বাচন কমিশন ও সরকারের সহযোগিতা কামলা করেন।
এ ব্যাপারে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলের সহধর্মিণী আওয়ামী যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল সাথে কথা বললে তিনি বিএনপির প্রার্থী রফিক হিলালীর সকল অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির প্রার্থীর নির্বাচনী প্রচার প্রচারণায় কোন ধরনের বাঁধা দেয়া হচ্ছে না। আওয়ামীলীগ প্রার্থী জনগণের প্রতি আস্থা থাকায় তিনি প্রতিনিয়ত জনগণের কাছে ভোট প্রার্থনা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।