Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘তিনিই ছিলেন রাজনৈতিকভাবে ফকিরনীর পুত’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ৭:৪৪ পিএম

চট্টগ্রামের মানুষ নয় মঈনউদ্দিন খান বাদলই রাজনৈতিকভাবে ফকিরনীর পুত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান। শনিবার মোহরা ওয়ার্ডে গণসংযোগকালে তিনি একথা বলেন। এর আগে বুধবার নগরীর লালদীঘি ময়দানে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখার সময় জাসদ নেতা ও নৌকার প্রার্থী মঈনউদ্দিন খান বাদল ‘চট্টগ্রামের মানুষ আগে ছিল ফকিরনীর পুত, এখন হয়েছে রাজার পুত’ এমন বক্তব্য দেন।
আবু সুফিয়ান বলেন, মঈনুদ্দিন খান বাদল চট্টগ্রামের মানুষের শত বছরের ঐতিহ্যের উপর কালিমা লেপন করেছেন। চট্টগ্রামের মানুষকে দেশে ও বিদেশে হেয় প্রতিপন্ন করেছেন। বনেদি ব্যবসায়ী ও ধনাঢ্য শ্রেণি হিসাবে দেশে বিদেশে চট্টগ্রামের মানুষের যে সুখ্যাতি তা এক নিমিষেই ধুলোয় মিশিয়ে দিয়েছেন। তিনিই বর্তমানে আওয়ামী লীগের নৌকার উপর ভর করে ধনে-মানে এবং রাজনৈতিকভাবে ফকিরনীর পুত থেকে রাজার পুতে পরিণত হয়েছেন।
আবু সুফিয়ান তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করে এলাকার সাধারণ মানুষের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করে ৩০ ডিসেম্বর উন্নয়ন ও শান্তির প্রতীক ধানের শীষে ভোট দেয়ার অনুরোধ জানান। এ সময় বিএনপি নেতা নাজিম উদ্দিন আহমদ, আনোয়ার হোসেন লিপু, এড. সিরাজুল ইসলাম চৌধুরী, এম এ হামিদ, জানে আলম জিকু, দিদারুল আলম হিরামন প্রমুখ উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • alim nur ২৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০০ এএম says : 0
    inshallah jidbe dhaner shis
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ