Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝালকাঠি-১: বাবার পক্ষে ছেলের গণসংযোগ

রাজাপুর ( ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ৭:১১ পিএম | আপডেট : ১০:১০ পিএম, ২২ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে ধর্ম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ.লীগ মনোনীত (মহাজোট প্রার্থী) বজলুল হক হারুনের পক্ষে তার মেঝ ছেলে শাহ মুহাম্মদ আদনান হারুন প্রচারণা চালাচ্ছেন। রাজাপুর-কাঠালিয়া উপজেলার বিভিন্ন এলাকার গত কয়েকদিন ধরে নৌকা মার্কার পক্ষে ব্যাপক গণসংযোগ করেন তিনি। বাবার পক্ষে ছেলের প্রচরণায় এলাকায় ব্যাপক সাড়া মিলেছে। গণসংযোগে দলের নেতাকর্মীসহ এলাকার হাজার হাজার মানুষজন অংশ নিচ্ছেন গতকাল শনিবার বিকেলে কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নে বিশাল পথসভায় আ.লীগের প্রার্থী বজলুল হক হারুন এমপি বলেছেন, স্বাধীনতা বিরোধী অপশক্তিরা জামায়াত নির্দেশনায় ঐক্যফ্রণ্টের নামে আত্মপ্রকাশ করেছে। এরা জঙ্গীবাদ ও সন্ত্রাসের মদদদাতা। এরা দেশ ও জাতির শত্রু। এদের বাংলার জনগণ ৩০ তারিখে নৌকায় ভোট দিয়ে সমুচিত জবাব দিবে। কারণ, তারা (ঐক্যফ্রন্ট) দেশ ও জাতির শত্রু, জনগণ তা বুঝতে পেরেছে। তারা ক্ষমতায় গেলে দেশে রক্তের বন্যা বইয়ে দেবে। নৌকা উন্নয়ন, স্বাধীনতা, শান্তি, জনগণের, মাটি মানুষের প্রতীক।Adnan_Harun1

পাটিখালঘাটা ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাঠালিয়া উপজেলা পরিষদ ও আওয়ামীলীগ আহবায়ক গোলাম কিবরিয়া সিকদার, কাঠালিয়া শহিদ রাজা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আবুল বাশার বাদশা, যুগ্ম আহবায়ক ও চেয়্যারম্যান মাহমুদ হোসেন রিপন, আমুয়া ইউনিয়ন চেয়্যারম্যান মো. ফোরকান সিকদার, পাটিখালঘাটা ইউপি চেয়্যারম্যান শিশির কুমার দাস, জেলা পরিষদ সদস্য রেবা রানী মন্ডল প্রমুখ।
এর আগে পৃথক দুটি সভা রাজাপুর আ.লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। একটি বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে, অন্যটি উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দকে নিয়ে। উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নৌকা প্রার্থী বজলুল হক হারুন এমপি। বাবু চিত্তরঞ্জন মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আ.লীগ নেতা অ্যাডভোকেট সঞ্জিব কুমার বিশ্বাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি বাবু চন্দ্র শেখর হালদার, উপজেলা সাধারণ সম্পাদক বাবু নিত্যনন্দ সাহাসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ উপজেলা পূজা উদযাপন কমিটি ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।Adnan_Harun2



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ