Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বালাগঞ্জে নির্বাচনকে সামনে রেখে শান্তিতে বিজয়- এর সংবাদ সম্মেলন

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ৫:১৭ পিএম

সিলেটের বালাগঞ্জে ‘শান্তিতে বিজয়’ সংগঠনের উদ্যোগে ও ‘আইডিয়া’র ব্যবস্থাপনায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
গতকাল শনিবার দুপুর ২টায় স্থানীয় বালাগঞ্জ সদরস্থ কানন ভিলায় উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে শান্তিপূর্ণ রাজনৈতিক ও নির্বাচনী কার্যক্রমের সপক্ষে ঐক্যমত সৃষ্টির লক্ষ্যে তৃণমূল পর্যায়ে কার্যক্রম বিষয় তুলে ধরেন ‘আইডিয়া’ সিলেটের সহকারী পরিচালক নাজিম আহমদ। উপস্থিত ছিলেন, সংগঠনের প্রকল্প সমন্বয়ক জুবায়ের আহমদ, সিলেট জেলা সমন্বয়ক রোজিনা বেগম, বালাগঞ্জ উপজেলা সমন্বয়ক কংকন কান্তি দাস, শিক্ষক আলী আমজদ, সমাজ সেবক আলী নেওয়াজ ও সাংবাদিকবৃন্দ।
সংবাদ সম্মেলনে বালাগঞ্জ উপজেলার উল্লেখযোগ্য ১৩ টি উন্নয়নমূলক দাবী তুলে ধরায় হয়। যা বিগত দিনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে আলোচনা করে তৈরি করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে, অবাদ ও সুষ্ঠু নির্বাচন করতে সকলের সহযোগিতা ও ভোটারদের নিরাপত্তার দাবী তুলে ধরা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ