বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আচরণ বিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা-৭ চান্দিনায় ধানের শীষ প্রতীকের প্রার্থী বিশ দলীয় জোট এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুর ১২ টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম ওই জরিমানা আদায় করেন।
তিনি জানান, ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. রেদোয়ান আহমেদ তার নিজ দল এলডিপি প্রধান কর্নেল অলি আহমেদ এর ছবি ব্যবহার না করে বিএনপি চেয়ারপার্সনের ছবি ব্যবহার করে ব্যানার ও পোষ্টার সাঁটিয়েছেন। সেগুলো অপসারণ করার জন্য তাকে ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে তিনি সেগুলো অপসারণ না করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ২০দলীয় জোট প্রার্থী ড. রেদোয়ান আহমেদ জানান, ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর আমাদের নেতা-কর্মীরা ২০ দলীয় জোট প্রধান বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত পোষ্টার ও ব্যানার সাঁটিয়েছেন। সে সময় আমাদেরকে লিখিত বা মৌখিক ভাবে এসব কোন নিষেধাজ্ঞা দেয়নি নির্বাচন কমিশন।
গত ১৯ ডিসেম্বর নির্বাচন কমিশন জোটের প্রধানের নয়, দলীয় প্রধানের ছবির বিষয়টি নিশ্চিত করেন। ততোদিনে পুরো উপজেলা জুড়ে আমার ব্যানার ও পোষ্টারে ছেয়ে গেছে। শুক্রবার সহকারী রিটার্নিং কর্মকর্তা আমাকে ২৪ ঘন্টা সময় বেঁধে দেন সকল পোষ্টার ও ব্যানার সরানোর জন্য। কিন্তু এতো অল্প সময়ে পুরো উপজেলার ব্যানার ও পোস্টার সরানো সম্ভব হয়নি। আজ শনিবার দুপুর ১২টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওই অজুহাতে আমাকে ওই জরিমানা করে। যা আমার প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।