Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে নেতাকর্মী ও সমর্থকদের গ্রেফতারের প্রতিবাদে ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন

সখিপুর থানার ওসি প্রত্যাহারের দাবি

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ৪:১৫ পিএম

টাঙ্গাইলের সখিপুরে ঐক্যফ্রন্টের নেতাকর্মী ও সমর্থকদের গ্রেফতার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ঐক্যফ্রন্ট। শনিবার দুপুরে সখিপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সখিপুর থানার ওসি মো. আমির হোসেনকে প্রত্যাহারের দাবিও করেন। সম্মেলনে ঐক্যফ্রন্টের পক্ষে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন মাস্টার লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে বলা হয় আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমির হোসেন ধানের শীষ প্রতীকের ঐক্যফ্রন্টের প্রার্থী কুড়ি সিদ্দিকীর সমর্থক ও নেতাকর্মীদের বিরুদ্ধে প্রকাশ্যে নির্যাতন মূলক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন এবং মিথ্যা ও হয়রানি মূলক বিভিন্ন পেন্ডিং মামলায় গ্রেফতার করে আদালতে পাঠাচ্ছেন। পুলিশের গাড়ী ভাংচুর গায়েবী(মামলা নং১৪ তারিখ ১৯/১২/১৮ইং) মামলায় সখিপুরের দুই যুগেরও বেশী সময় সাংবাদিকতা পেশায় নিয়োজিত স্বনামধন্য সাংবাদিক মোহাম্মদ শরীফুল ইসলামের নামও দেওয়া হয়েছে। কোন মামলায় জামিন পেলেও পুনরায় শ্যোন এ্যারেস্ট দেখিয়ে জেল গেটেই আবারও গ্রেফতার করাচ্ছেন যা আইনের বরখেলাপ বলে দাবি করেন। এ সময় জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, ঐক্যফ্রন্ট নেতা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবিব, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি আলহাজ আবদুস সবুর খান, রফিকুল ইসলাম হায়দারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মামলায় সাংবাদিকের নাম জড়ানোর জন্য তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছেন সখিপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ