Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌকার বিজয় নিশ্চিতে ছাত্রলীগ প্রস্তুত: সিলেটে ছাত্রলীগ সেক্রেটারী রব্বানী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ৪:০৩ পিএম

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বলেছেন, নির্বাচনের জন্য সারা দেশে সংগঠিত হয়েছে ছাত্রলীগ। তাই নৌকার বিজয় নিশ্চিতে নির্বাচনের জন্য প্রস্তুত এখন ছাত্রলীগ ।
শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি তার বক্তব্যে এ কথা বলেন তিনি।
ছাত্রলীগ কর্মীদের উদ্দেশে তিনি বলেন, তিনশো আসনে দেয়া প্রার্থী পছন্দ নাও হতে পারে আপনাদের । যেহেতু মাননীয় সভাপতি শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়ে তার প্রতিনিধি হিসেবে প্রার্থী দিয়েছেন, তাই আপনারা নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠে থাকবেন। এর আগে দুপুর ২টার দিকে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এ জনসভা শুরু হয়। জনসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট কালেক্টরেট জামে মসজিদের খতিব মো. শাহ আলম ও গীতা পাঠ করেন জয়ন্ত বিজয় চক্রবর্তী। সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ