বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুরে লেভেল প্লেয়িং ফিল্ড দূরের কথা প্রচারণার সামান্য সুযোগও পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য ও গাজীপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী। আজ দুপুর একটায় রাজধানীর দিলকুশাস্থ বলিয়াদী ম্যানশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, নির্বাচনের নামে সেখানে বিরোধীদল নিধন কর্মকান্ডের মহোৎসব চলছে। পুরো গাজীপুর-১ এলাকায় নৈরাজ্যময় পরিবেশ বিরাজ করছে। প্রতিটি হামলার ঘটনায় জেলা রিটার্নিং অফিসার, পুলিশ সুপারসহ ওসিসহ সংশ্লিষ্টদের অবহিত করার পরও কোন প্রতিকার মিলছে না। তারা কেবল তদন্ত করে দেখার কথা বলেই দায়িত্ব সারছেন।
তানভীর সিদ্দিকী বলেন, বর্তমানে সরকার দলীয়দের যে নৈরাজ্য চলছে, পুলিশ প্রশাসন যে রকম পক্ষপাতমূলক আচরণ করছে তাতে নির্বাচন করা সম্ভব না। ক্ষমতাসীন দলের লোকজন আমাদের উপর হামলা করছে কিন্তু পুলিশ আমাদের মামলা নিচ্ছে না। উল্টো আমাদের বিরুদ্ধে মামলা হচ্ছে।
তারপরও আমরা মাঠ ছাড়ছি না। কারণ জনগণ আমাদের পক্ষে আছে।
তানভীর সিদ্দিকী আরো বলেন, আজ ২২শে ডিসেম্বর। নির্বাচনের মাত্র এক সপ্তাহ বাকি। কিন্তু এখনও প্রচারণায় নামতে পারিনি। এখন সেনাবাহিনী মোতায়েন হলে শেষ কয়েকদিন প্রচারণা চালানোর আশা করছি। তবে এলাকার মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে আছেন। তারা সুযোগ পেলেই ধানের শীষে ভোট দেবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।