Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ হাসিনার পক্ষে কোটালীপাড়ায় নির্বাচনী জনসভা

কোটালিপাড়া উপজেলা সংবাদ দাতা | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ২:০৬ পিএম

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের- ৩ কোটালিপাড়া-টুঙ্গিপাড়া আসনে আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নির্বাচনী জনসভা করেছেন কোটালিপাড়া উপজেলা আওয়ামীলীগের নেতারা। শুক্রবার বিকালে উপজেলার ভাঙ্গারহাট টিটি উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করেন সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন নেতারা। সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি চেয়ারম্যান ভীমচন্দ্র বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি এ্যাডঃ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, এ্যাডঃ সাহেদা আব্দুল্লাহ, প্রচার সম্পাদক বদরুল আলম বদর, অন্যান্যদের মধ্যে কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সুভাষ চন্দ্র জয়ধর, সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ,সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুজ্জামান খান মিলন, আওয়ামীলীগ নেতা কমল সেন, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, সহ-দপ্তর সম্পাদক রুহুল আমিন খান, মহিলা আওয়াঃ সভানেত্রী রাফেজা বেগম, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক নারায়ন চন্দ্র দাম, যুগ্ম আহ্বায়ক এস,এম ই¯্রাফিল, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সাধারন সম্পাদক বুলবুল আহম্মেদ হাজরা, সাবেক ভিপি নাজমুল সরদার চপল, সাদুল্লাপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি দিলিপ কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক সাগর বিশ্বাস, কলাবাড়ী যুবলীগ সভাপতি চয়ন হালদার, বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ সঞ্জয় বাড়ী জয়, রাধাগঞ্জ যুবলীগ সভাপতি অশোক বৈদ্য প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষি রানী সরকার, অধ্যক্ষ বিমলেন্দু সরকার, সাবেক অধ্যক্ষ নিত্যানন্দ বিশ্বাস, প্রবীন সমাজ সেবক ঠাকুর দাস বিশ্বাস সহ সহযোগী সংগঠনের অসংখ্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সভা সমাবেশে উপস্থিত হয়ে বিএনপি জোট সরকারের বিগত দিনের অসহনীয় নির্যাতন, নিপিরণ, অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের ভয়াবহ চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন এবং শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য আহ্বান জানান। বক্তারা ৩০ ডিসেম্বর কেন্দ্রে গিয়ে নৌকা মর্কায় ভোট দেওয়ার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করেণ, এসময় আওয়ামীলীগ সরকারের বিগত ১০ বছরের অগ্রযাত্রা ও উন্নয়নের নানা বিষয়ে তুলে ধরেণ জনসভাকে সফল করতে দুপুর থেকে বিভিন্ন এলাকা থেকে নানা বয়সের হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহন করে জনসভাস্থল পরিপূর্ণ করে তোলে। এছাড়াও আওয়ামীলীগের নির্বাচনী ২১ টি ‘ইশতেহারের’ কথা বলেন। প্রতীক বরাদ্দের পর থেকে নেতারা উপজেলার প্রতিটি ইউনিয়ন গ্রাম ও পাড়া মহল্লায় মিছিল মিটিং উঠান বৈঠক ও সভা সমাবেশ করে বেড়াচ্ছেন। নেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা। পুরো এলাকায় বিরাজ করছে নির্বাচনী আমেজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ