Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনকে কেন্দ্র করে কেশবপুরে বেড়ে গেছে সন্ত্রাসীদের দাপট

কেশবপুর উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ১১:০৬ এএম

নির্বাচনকে কেন্দ্র করে কেশবপুরের সন্ত্রাসীদের দাপট বেড়ে গেছে। সাধারণ ভোটারদের মধ্যে অজানা শংকা দানা বেধেছে। শুক্রবার সকাল থেকে রাত্রি পর্যন্ত উপজেলার পৃথক পৃথক স্থানে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত হয়েছে।
উপজেলার ত্রাসখ্যাত হাতুড়ি বাহিনী কিছুদিন বন্ধ থাকার পর শুক্রবার থেকে আবার পৌর এলাকার মধ্যকুল থেকে হাতুড়ি বাহিনী তাদের মোহড়া শুরু করে মজিদপুর ইউনিয়নের আটন্ডা- শ্রিফলা গ্রামের বিভিন্ন পাড়ায় পাড়ায় ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য শাসিয়েছে বাহিনী প্রধান শরিফুলের নেতৃত্বে অর্ধশত মোটরসাইকেল।
রাত্রি সাড়ে নয়টার দিকে কেশবপুর পৌর এলাকার ভোগতি নরেন্দ্রপুর গ্রামের সরদার পাড়ার শীতোনাথের মোড়ে সন্ত্রাসী মাহাবুর এক বিএনপির কর্মীর মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
এলাকা বাসী জানান, রাত্রী ৯টার দিকে ভোগতি গ্রামের বিএনপি কর্মী (মাংস ব্যবসায়ী) মোঃ শাহিন(৩৫) পাওনা টাকা আদায়ের জন্য সরদার পাড়ার মোড়ে গেলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী একই গ্রামের মৃত আকবর সরদারের পুত্র মাহাবুর (৩২) শাহিনের উপর হামলা করে আহত করে এবং তার ব্যবহৃত হিরোহোন্ডা মোটর সাইকেলটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। এর আগে দিনের বেলায় পার্শ্ববর্তী বায়সা গ্রামের মোওঃ শাজাহানের বাড়িতে যেয়ে হত্যার হুমকি দিয়ে আসে। গত রাতেও সে এলাকার বিএনপির কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি যেয়ে হুমকি ধামকি দিয়ে ভোটের দিন ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য শাসিয়ে এসেছে।
এবিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনকে এলাকাবাসীর পক্ষে অবহিত করলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
অপরদিকে জুম্মার পূর্বে শহরের ধোপাপাড়া মোড়ে আওয়ামী লীগ কর্মী রাজিব(২৮) প্রতি পক্ষ যুবলীগের আহবায়ক প্যানেল মেয়র গ্রুপের কর্মীদের হাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আহত রাজিব পৌর মেয়র রফিকুল ইসলামের গাড়ি চালক। সে উপজেলা মধ্যকুল গ্রামের মিজান খানের পুত্র। আহত রাজীবের পিতা জানান, তিনি এ ঘটনায় থানায় মামলা করবেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ