নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দ্বিতীয় টি-টোয়েন্টির ম্যাচ শেষেই সাকিব আল হাসান এসে বলে গিয়েছিলেন, মিরপুরে খেলাটা বাংলাদেশকে বাড়তি সুবিধা দেয়। এখানে দর্শকের আবহ, চেনা কন্ডিশনে তাই একটু হলেও এগিয়ে থাকে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচের আগের দিন বাংলাদেশের বোলিং কোচ সুনীল যোশিও বললেন, মিরপুর বাংলাদেশে পয়া ভেন্যু। শেষ ম্যাচে এটা বাড়তি সুবিধা দেবে বাংলাদেশকে।
পুরো টেস্ট সিরিজে বাংলাদেশের স্পিনাররা ভুগিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের। ২ টেস্টের সিরিজে ক্যারিবীয়দের ৪০ উইকেটই নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। ওয়ানডে সিরিজেও বাংলাদেশের স্পিন আক্রমণ থেকে নিস্তার পায়নি উইন্ডিজ শিবির। সিলেটে সিরাজনির্ধারণী ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে মিরাজ অনেকটা একাই আটকে ফেললেন সফরকারীদের। একই ভেন্যুতে প্রথম টি-২০ বা দিলে মিরপুরের দ্বিতীয় ম্যাচেও একই দৃশ্য, তবে এবার মিরাজ নন, ক্যারিবীয়দের বিপদে ফেলেছেন সাকিব আল হাসান।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের পর শেষ ম্যাচটা হয়ে গেছে সিরিজ নির্ধারণী। বাংলাদেশের সামনে জয় দিয়ে এই বছর শেষ করার হাতছানি, ওয়েস্ট ইন্ডিজের সামনে হাতছানি অন্তত একটা সিরিজ জিতে বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার। আজ (গতকাল) অবশ্য অনুশীলন করেনি বাংলাদেশ দল, হোটেলেই ছিলেন খেলোয়াড়েরা। সিনিয়রদের মধ্যে অনেকে পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন বাসায়। হোটেলে দলের প্রতিনিধি হয়ে কথা বললেন যোশিই।
বাংলাদেশের বোলিং কোচ মনে করছেন, বাংলাদেশের টি-টোয়েন্টি মানসিকতায় বদল এসেছে, ‘আমার মনে হয় আমরা খুব ভালো খেলেছি কাল (গতপরশু)। আমাদের মানসিকতাটা ছিল অন্যরকম। সিলেটে আমরা যেভাবে খেলেছি, সেখান থেকে মিরপুরে আমাদের মানসিকতার যে বদল হয়েছে সেটা ছিল আসলেই দারুণ। দলের সবাই এমন একটি ম্যাচ জিততে পেরে দারুণ খুশি।’
যোশি মনে করছেন, মিরপুরে খেলাটাই বাড়তি সুবিধা দিচ্ছে বাংলাদেশকে, ‘মিরপুরে আমরা অনেক ম্যাচ খেলেছি। আমি বলব এটা আমাদের জন্য খুবই পয়া একটা ভেন্যু। আর এখানে দর্শকদের উৎসাহও অনেক বড় একটা ব্যবধান গড়ে দেয়। আমি বলছি না সিলেটে সেটা আমরা পাইনি। সিলেটেও আমরা দর্শকদের কাছ থেকে দারূণ উৎসাহ পেয়েছি। কিন্তু মিরপুরে বাংলাদেশ দল এতো বেশি খেলেছে এখান থেকে ঘরের মাঠের সুবিধা সবচেয়ে ভালোভাবে নিতে পারে দল।’
নতুন বছরের আগাম উপহার হিসেবেই দলের কাছ থেকে জয় চান যোশি, ‘আমরা এখন শুধু জিততে চাই, এটাই আমাদের মাথায় আছে। আগের ম্যাচে যেসব ভালো জিনিস করেছি সেটাই আমরা ধরে রাখতে চাই। তাহলে বড়দিন ও নতুন বছরের আগাম উপহার দিতে পারব আমরা সবাইকে।’
ওয়েস্ট ইন্ডিজের প্রায় দেড় মাসের বাংলাদেশ সফর শেষ দিকে। ওয়েস্ট ইন্ডিজের নতুন স্পিন কোচ মুশতাক বলছেন, তার ছাত্ররা এখনো শেখার মধ্যে আছে, ‘(ব্যাটসম্যানদের স্পিনে দুর্বলতা নিয়ে) আমি হতাশ নই। জানি তারা এখনো শিখছে। স্পিনারদের বিপক্ষে কীভাবে ভালো খেলতে হয়, সেটা শেখার মধ্যে আছে তারা। ছক্কা কিংবা বøক করতে হবে, এমন নয়। ভালো স্পিনের বিপক্ষে আপনাকে এক-দুই রান নেওয়াও শিখতে হবে। কিছু শট খেলতে জানতে হবে। এশিয়ান পিচে সুইপ একটা ভালো শট। যখন সুইপ খেলবেন, আপনার একটা অপশন বেড়ে গেল। এই ছেলেরা এখনো শেখার মধ্যে আছে। নেটে অনুশীলন করছে। তারা কঠোর পরিশ্রম করছে, আশা করি তারা দ্রুত শিখে যাবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।