Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

এক বিন্দুতে মিলবে ফ্লোরিডা-মিরপুর!

আত্মবিশ্বাস নিয়ে সিরিজ জয়ের লড়াইয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

লিটন দাস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছাড়া টি-টোয়েন্টিতে ফিফটি করেন না! ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণে তার দুটি ফিফটিই যে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে।
যার সর্বশেষটা এসেছে গত পরশু মিরপুরে। প্রথমটাও বেশিদিন আগের নয়। বাংলাদেশের আগের সিরিজেই, গত আগস্টে ফ্লোরিডার লডারহিলে। দুই ইনিংসে রানের ব্যবধান মাত্র ১। ফ্লোরিডায় ৩২ বলে করেছিলেন ৬১, মিরপুরে ৩৪ বলে ৬০। প্রথমটায় ফিফটি করেছিলেন ২৪ বলে, পরেরবার ২৬ বলে।
ফ্লোরিডার ম্যাচটা ছিল সিরিজ নির্ধারণী। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে প্রথম ম্যাচে হারের পর ফ্লোরিডায় দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। একই মাঠে শেষ ম্যাচটা জিতে বাংলাদেশ সিরিজও নিজেদের করে নেয়।
এবারের সিরিজেও প্রথম দুই ম্যাচের চিত্রনাট্য একই। সিলেটে প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে দ্বিতীয় ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজে এনেছে সমতা। তবে কি ফ্লোরিডার পুনরাবৃত্তি ঘটিয়ে এবারও সিরিজ জিতবে বাংলাদেশ?
শঙ্কার যে চোরা স্রোত বইয়ে দিয়েছিল সিলেটের টি-টোয়েন্টি, সেটি থামিয়ে দিয়েছে মিরপুরের ম্যাচ। সিরিজে ফেরা দুর্দান্ত জয়ে বাংলাদেশ দলে বইছে আত্মবিশ্বাসের জোয়ার। দারুণ চনমনে হয়ে তাই সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। মিরপুরে জয়ের নায়ক সাকিব আল হাসান ম্যাচ শেষে জানালেন, ভালো সম্ভাবনাই দেখছেন, ‘সম্ভাবনা তো আছে। আর আমি আজ (গতপরশু) ম্যাচ শুরুর আগে বলেছি এই কন্ডিশনটা ওদের থেকে আমাদের বেশি ফেভারেবল হওয়া উচিত। আমরা এখানে সব সময় ম্যাচ খেলি, আমাদের প্রতিটা খেলোয়াড় অসংখ্য ম্যাচ খেলেছে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে, আমাদের জন্য এই মাঠ অনেক পরিচিত।’
দ্বিতীয় ম্যাচে ৩৬ রানের জয়ে প্রথমে ব্যাট হাতে ২৬ বলে অপরাজিত ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন সাকিব। পরে শিশির ভেজা উইকেটেও হাত ঘুরিয়ে ২০ রানে নেন ৫ উইকেট। টি-টোয়েন্টিতে তার প্রথমবার ৫ উইকেট কীর্তি এটি। এই মাঠে আরো অনেক অর্জনই আছে সাকিবের। মিরপুরের উইকেটকে অনেকেই ‘আনপ্রেডিক্টেবল’ বলে রায় দিয়ে থাকেন। সাকিব অবশ্য তাদের সঙ্গে গলা মেলাতে চাইলেন না অধিনায়ক, ‘মিরপুরের উইকেট আমি মনে করি সময় পেলে বেশ ভালোই প্রস্তুত করার সুযোগ আসে। আমি মিরপুরের উইকেট খারাপ বলতে পারব না। কারণ আমার ক্যারিয়ারের অর্ধেকই এখানে। বোলিং-ব্যাটিং সবই এখানে। আমার কাছে মিরপুরের উইকেটই ভালো।’
এই ম্যাচে বাংলাদেশকে হাতছানি দিচ্ছে দারুণ এক অর্জন। কোনো এক দলের সঙ্গে এক সিরিজে তিনটি সংস্করণেই জয়ের স্বাদ কখনও পায়নি বাংলাদেশ। শেষ টি-টোয়েন্টি জিতলে বাংলাদেশের ক্রিকেট উঠবে সেই নতুন উচ্চতায়। টেস্ট ও ওয়ানডে সিরিজে জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুতেও বাংলাদেশ ছিল এগিয়ে। তবে সংক্ষিপ্ত সংস্করণের শুরুটায় যেন নিজেদের বিশ্ব চ্যাম্পিয়ন সত্তা জেগে উঠেছিল ক্যারিবিয়ানদের। প্রথম টি-টোয়েন্টিতে সিলেটে ব্যাটে-বলে ¯্রফে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশকে। তাদের পাওয়ার ক্রিকেটের সামনে বাংলাদেশকে মনে হয়েছিল অসহায়।
মিরপুরে বাংলাদেশ সেই হারের জবাব দিয়েছেন দারুণভাবে। টি-টোয়েন্টিতে বড় স্কোরের জন্য কখনোই খুব পরিচিত ছিল না বাংলাদেশ। কিন্তু এ দিন নিজেদের ব্যাটিংকে যেন অন্য উচ্চতায় তুলে নিয়েছিল ব্যাটসম্যানরা। প্রথমবারের মতো আগে ব্যাট করে তুলেছে দুইশর বেশি রান, দেশের মাটিতেও দ্ইুশ ছুঁয়েছে প্রথমবার। সেই বড় রানের ভিত্তিতে দাঁড়িয়ে বোলাররা এনে দিয়েছেন জয়।
১-১ সমতা নিয়ে মিরপুর শের-ই-বাংলায় আজ বিকেল পাঁচটায় সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ফ্লোরিডার পুনরাবৃত্তি মিরপুরে ঘটে কি না, সেটিই এখন দেখার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ