Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীর্ষে ফিরে বছর শেষে বেলজিয়ামের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই চলতি বছর শেষ করছে বেলজিয়াম। নতুন র‌্যাঙ্কিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে পেছনে ফেলে শীর্ষস্থান ধরে রেখেছে রবের্তো মার্তিনেসের দল। গতপরশু প্রকাশিত সর্বশেষ তালিকায় ১ হাজার ৭২৭ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে বেলজিয়াম। এক পয়েন্ট পিছিয়ে থেকে দুইয়ে আছে ফ্রান্স। চলতি বছরে মাত্র দুটি ম্যাচে হেরেছে বেলজিয়ানরা। রাশিয়া বিশ্বকাপের সেমি-ফাইনালে ফরাসিদের কাছে ১-০ গোলে হার ছাড়া অন্যটি সুইজারল্যান্ডের বিপক্ষে।
তিন নম্বর অবস্থান ধরে রেখেছে ব্রাজিল। চার নম্বরে আছে রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া। উয়েফা নেশন্স লিগের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া ইংল্যান্ড ও পর্তুগাল আছে যথাক্রমে পাঁচ ও ছয় নম্বরে। উরুগুয়ে, সুইজারল্যান্ড, স্পেন ও ডেনমার্ককে নিয়ে পূরণ হয়েছে সেরা দশ। র‌্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে থেকে নতুন বছর শুরু করতে হবে সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা (১১), জার্মানি (১৬) ও ইতালিকে (১৮)।
এশিয়ার দলগুলোর মধ্যে সেরা অবস্থানে আছে ২৯ নম্বরে থাকা ইরান। ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার আছে ৯৩ নম্বরে। আর গুয়ামের সঙ্গে যৌথভাবে ৯০৭ পয়েন্ট নিয়ে লাল-সবুজের বাংলাদেশ আছে ১৯২তম স্থানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ