Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিফেন্ডার খামতি মেটাতে বার্সেলোনায় মুরিও

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ফরোয়ার্ডদের কল্যাণে চলতি মৌসুমটা ভালো গেলেও ডিফেন্স বেশ নড়বড়ে বার্সেলোনার। লালিগায় এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলে ১৯টি গোল হজম করেছে তারা। পয়েন্ট তালিকায় প্রথম সাত দলের মধ্যে তাদের রেকর্ডই সবচেয়ে বাজে। তাই পরিষ্কারভাবেই মানসম্মত ডিফেন্ডার খুব প্রয়োজনীয় হয়ে পড়েছে দলটির।
রক্ষণভাগের মধ্যখানে, অর্থাৎ সেন্ট্রাল ডিফেন্সে বার্সেলোনার খেলোয়াড় হিসেবে রয়েছে মাত্র চারজন- স্পেনের ডিফেন্ডার জেরার্ড পিকে, বেলজিয়ামের টমাস ভারমায়েলেন, দুই ফরাসি স্যামুয়েল উমতিতি ও ক্লেমেন্ত লেংলেত। এদের মধ্যে কোচ আর্নেস্তো ভালভার্দের মূল পছন্দ পিকে আর উমতিতি হলেও কয়েক মাস আগে হাঁটুর চোটে পড়ে কোচের মাথায় চিন্তার ভাঁজ ফেলে দেন বিশ্বকাপ জয়ী এই ডিফেন্ডার। আর ভারমায়েলেনের চোট-প্রবণতা সম্পর্কে তো যত কম বলা যায় তত ভালো।
কোচের সেই দুশ্চিন্তা কিছুটা কমাতে আপাতত একজন ডিফেন্ডারকে দলে ভিড়িয়েছে কাতালান জায়ান্টরা। ভালেন্সিয়ার কলম্বিয়ান ডিফেন্ডার জেইসন মুরিওকে ধারে চলতি মৌসুমের শেষ পর্যন্ত দলে টেনেছে বার্সেলোনা। গতপরশুই ক্লাবের ওয়েবসাইটে এই তথ্য জানিয়েছে মেসি-সুয়ারেজদের দল।
স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর, ছয় মাসের এই চুক্তির জন্য ভালেন্সিয়াকে ২০ লাখ ইউরো দিতে হচ্ছে লা লিগা চ্যাম্পিয়নদের। চুক্তিতে সুযোগ রাখা হয়েছে মুরিওকে পাকাপাকিভাবে কাম্প নউয়ে রেখে দেওয়ারও। তবে সেজন্য বার্সেলোনাকে গুনতে হবে ২ কোটি ৫০ লাখ ইউরো। কলম্বিয়া জাতীয় দলের হয়ে ২০১৫ ও ২০১৬ সালে কোপা আমেরিকাতে খেলার অভিজ্ঞতা আছে মুরিওর। চলতি মৌসুমে ভালেন্সিয়ার হয়ে মাত্র একবারই মাঠে নেমেছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ