Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও গ্রেফতার নিশানের সাবেক চেয়ারম্যান কার্লোস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

জাপানের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশানের বরখাস্তকৃত চেয়ারম্যান কার্লোস গোসকে নতুন অভিযোগে আবারও গ্রেফতার করা হয়েছে। শুক্রবার আস্থা ভঙ্গের অভিযোগ এনে তাকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্য দিয়ে তার জামিনে মুক্তি পাওয়ার আশা ফুরিয়ে গেলো। বৃহস্পতিবার প্রথম মামলায় তাকে জামিনের আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে। তহবিলের অপব্যবহার ও আট কোটি ডলার আয়ের তথ্য গোপন করার অভিযোগে গত নভেম্বরে টোকিওতে গ্রেফতার হন কার্লোস। তখন থেকে কারাগারেই আছেন তিনি। গ্রেফতার হওয়ার পর নিশান কোম্পানি থেকেও বরখাস্ত করা হয় কার্লোসকে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) তাকে আটক রাখার সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছিলেন প্রসিকিউটররা। তবে আদালত তা খারিজ করে দেয়। এর মধ্য দিয়ে তার জামিন আবেদন করার সুযোগ তৈরি হয়। তবে তার আগেই শুক্রবার কার্লোসকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। জাপানি সংবাদমাধ্যম এনএইচকে-কে উদ্ধৃত করে বিবিসি জানায়, প্রসিকিউটররা এবার কার্লোস গোসের বিরুদ্ধে ব্যক্তিগত বিনিয়োগজনিত ১ কোটি ৬০ লাখ ডলার ক্ষতি নিশান কোম্পানির ওপর চাপিয়ে দেওয়ার অভিযোগ এনেছেন। ২০০৮ সালে অর্থনৈতিক সংকট চলার সময় কার্লোস এ কাজ করেন বলে অভিযোগ করেছেন তারা। তবে নতুন অভিযোগের ব্যাপারে এখনও কার্লোসের প্রতিক্রিয়া জানা যায়নি। এর আগের মামলায় সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। দেউলিয়াত্বের দোরগোড়া থেকে নিশানকে তুলে এনেছিলেন কার্লোস গোস। কিন্তু সেই প্রতিষ্ঠানেরই অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহারসহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। প্রতিষ্ঠানের নিয়ম ভঙ ছাড়াও রাষ্ট্রীয় নিয়মও ভঙ্গ করার ও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ