Inqilab Logo

সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জম্মু-কাশ্মীরে চলছে প্রেসিডেন্টের শাসন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ভারতের জম্মু-কাশ্মীরে জারি হলো প্রেসিডেন্টের শাসন। ১৯৯৬ সালের পর এই প্রথম সেখানে প্রেসিডেন্টের শাসন শুরু হতে যাচ্ছে। গত সোমবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জম্মু-কাশ্মীরে প্রেসিডেন্টের শাসন জারির সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ প্রেসিডেন্টের শাসন জারির নির্দেশিকায় স্বাক্ষর করেন। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই প্রেসিডেন্টের শাসন শুরু হয় সেখানে। শেষ হচ্ছে রাজ্যপালের শাসন। রাজ্যপাল সত্যপাল মালিকের পাঠানো রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। চলতি বছরের জুন মাসে জম্মু-কাশ্মীরে রাজ্যপাল শাসন জারি করেছিল কেন্দ্র। ওই সময় সেখানে পিডিপি-বিজেপি জোট থেকে বিজেপি বেরিয়ে আসায় রাজ্যপাল শাসনের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত মাসেই নিজের ক্ষমতায় ভারতের জম্মু-কাশ্মীরে বিধানসভা ভেঙে দেন রাজ্যপাল সত্যপাল মালিক। তিনি জানিয়ে দেন, বিপরীত মতাদর্শের রাজনৈতিক দলগুলো যেভাবে জম্মু-কাশ্মীরে সরকার গঠনের চেষ্টা করছিল তা কখনই দীর্ঘস্থায়ী হতে পারে না। যদিও রাজ্যপালের বিধানসভা ভাঙার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হলেও সেই মামলা গত ১১ ডিসেম্বর খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। ফলে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি আরো বেগতিক হয়। এই রাজনৈতিক সংকটে ভারতের জম্মু-কাশ্মীরে ফের নির্বাচন করা ছাড়া আর কোনো রাস্তা নেই কেন্দ্রের হাতে। এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ