মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর কোরিয়ায় সোয়াইন ফ্লু মোকাবিলার জন্য ওষুধ পাঠাতে দক্ষিণ কোরিয়াকে সহায়তায় রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক আলোচনা স্থবির হয়ে থাকা সত্তে¡ও উত্তর কোরিয়ায় মানবিক সহায়তা পাঠাতে যুক্তরাষ্ট্র সহযোগিতার ঘোষণা দেওয়ার পরই এ সিদ্ধান্ত জানানো হলো। ২০০৯ সালে এইচওয়ানএনওয়ান ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর উত্তর কোরিয়ায় ৫ লাখ ডোজ তামিল ফ্লু ওষুধ পাঠিয়েছিল দক্ষিণ কোরিয়া। এটি সোয়াইন ফ্লু নামেও পরিচিত। এ বছরের জানুয়ারিতে রেডক্রস জানায়, ৮১ হাজার উত্তর কোরীয় নাগরিক ওই একই ভাইরাসে আক্রান্ত হয়েছে। উত্তর কোরিয়ায় নিয়োজিত বিশেষ মার্কিন প্রতিনিধি স্টিফেন বাইগুন বুধবার আলোচনার জন্য দক্ষিণ কোরিয়ায় যান। সেসময় তিনি জানান, উত্তর কোরিয়ার মানুষদেরকে কিভাবে ‘যথাযথ সহায়তা’ দেওয়া যাবে, বিশেষ করে শীতকালে সহায়তা দেওয়া যাবে তা নিয়ে ত্রাণ সংস্থাগুলোর সঙ্গে কথা বলবেন। কোরীয় শান্তি ও নিরাপত্তাবিষয়ক দক্ষিণ কোরীয় প্রতিনিধি লী দো হুন বৃহস্পতিবার জানিয়েছেন, উত্তর কোরিয়ায় সোয়াইন ফ্লু এর ওষুধ তামিল ফ্লু পাঠাতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। সাংবাদিকদের তিনি বলেন, ‘উত্তর কোরিয়ার জনগণের জন্য তামিল ফ্লু পাঠানোর বিষয়টির সুরাহা হয়েছে।’ রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।