Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেয়াল নির্মাণে বরাদ্দ, অচলাবস্থার শঙ্কা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

সীমান্তে দেয়াল নির্মাণের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা করতে ৫০০ কোটি ডলার বরাদ্দ অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা। সরকারি ব্যয় বিলের সঙ্গে এ বরাদ্দ যোগ করার পক্ষে মত দিয়েছে তারা। তবে কংগ্রেসের নিম্ন কক্ষে পাস হলেও উচ্চ কক্ষ সিনেটে বিলটি আটকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সময়সীমার মধ্যে ব্যয় বিলটি পাস না হলে কেন্দ্রীয় সরকারে অচলাবস্থা শুরু হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে। মার্কিন অর্থবছর শুরু হয় ১ অক্টোবর। তার আগেই বাজেট অনুমোদন করিয়ে নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও প্রায়ই কংগ্রেস তা পাস করতে ব্যর্থ হয়। সে কারণে ফেডারেল এজেন্সিগুলোকে অস্থায়ীভাবে বিল পাস করে তহবিল জোগান দিতে হয়। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণজনিত বরাদ্দকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে কয়েক দফায় অচলাবস্থা দেখা গেছে। ড্রিমার অভিবাসীদের (শৈশবে মা-বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসী) সুরক্ষার ইস্যুটিকে সামনে এনে এ বছরের জানুয়ারিতে বাজেট আটকে দিয়েছিল ডেমোক্র্যাট সিনেটররা। বন্ধ হয়ে গিয়েছিল মার্কিন সরকারের বিভিন্ন দফতর। তিন দিন ধরে যুক্তরাষ্ট্র সরকারে শাটডাউন বা অচলাবস্থা চলার পর ডেমোক্র্যাটরা তিন সপ্তাহের জন্য একটি ব্যয় বিল পাসের ব্যাপারে সম্মত হয়। এরপর ফেব্রæয়ারিতেও কয়েক ঘণ্টার জন্য অচলাবস্থা তৈরি হয়েছিল। পরে আবার সাময়িক ব্যয় বিল পাসের পর তা ঠিক হয়। আগামী ৮ ফেব্রæয়ারি পর্যন্ত সরকারের খরচ মেটাতে সিনেটে একটি সাময়িক ব্যয় বিল পাস হলেও তাতে স্বাক্ষর করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ওই বিলে সীমান্তে দেয়াল নির্মাণের জন্য বরাদ্দের ঘাটতি রয়েছে। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ৫০০ কোটি ডলার বরাদ্দ দেওয়ার দাবি করে আসছেন তিনি। প্রেসিডেন্টকে শান্ত করতে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা বৃহস্পতিবার ব্যয় বিলে বাড়তি বরাদ্দ যোগ করার অনুমোদন দিয়েছে। সিনেটে বিলটি চূড়ান্তভাবে পাস করাতে হবে। তবে এরইমধ্যে ডেমোক্র্যাট নেতা চাক শুমার এরইমধ্যে জানিয়ে দিয়েছেন, বিলটি পাস হবে না। তিনি বলেছেন, ‘প্রতিনিধি পরিষদে যে বিলটি উত্থাপিত হয়েছে, সেটি যে সিনেটে পাস হবে না তা সবাই জানে।’ রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, প্রতিনিধি পরিষদে পাস হওয়া বিলটি স্থানীয় সময় শুক্রবার (২১ ডিসেম্বর) দুপুরে খতিয়ে দেখবে মার্কিন সিনেট। তবে এ ব্যয় বিলটি সিনেটে দ্রুত পাস করাতে হলে ডেমোক্র্যাটদের সমর্থন প্রয়োজন হবে। বড়দিনের ছুটিতে অনেক সিনেটরই ওয়াশিংটন ছেড়েছেন। ছুটি কাটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ফ্লোরিডায় যাওয়ার কথা। অবশ্য, হোয়াইট জানিয়েছে, অচলাবস্থার মুখে দাঁড়িয়ে ট্রাম্প ফ্লোরিডায় যাবেন না। সিএনএন, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ