Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সিরিয়ায় মার্কিন বিমান হামলাও বন্ধ হবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার মাধ্যমে দেশটিতে ইসলামিক স্টেটের বিরুদ্ধে চালানো বিমান হামলাও বন্ধ হবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি একথা বলেছেন। বার্তা সংস্থাটি জানিয়েছে, মার্কিন বিমান যুদ্ধ বন্ধ হলে আইএস’র আবারও সংগঠিত হওয়ার শঙ্কা জোরালো করবে। অপরদিকে, দ্রুত সিরিয়া থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের ঘোষণার একদিনের মাথায় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তার সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেন পুতিন। ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থান বিপরীত মেরুতে। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে চায় যুক্তরাষ্ট্র। এলক্ষ্যে আসাদ বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র দিয়ে সহযোগিতার পাশাপাশি ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। আর আসাদ সরকারেকই ক্ষমতায় দেখতে চায় রাশিয়া। রুশ বাহিনীর সহায়তায় স¤প্রতি সিরিয়ার বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে আসাদ সরকার। বুধবার এক টুইট বার্তায় আকস্মিকভাবে সিরিয়া থেকে দ্রুত সেনা প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মেয়াদে শুধুমাত্র আইএস-কে পরাজিত করতে সিরিয়ায় সেনা রাখা হয়েছিল বলে জানান ট্রাম্প। সেই লক্ষ্য অর্জিত হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘আইএস’র বিরুদ্ধে বিজয় নিয়ে উদ্বেগ থাকলেও সামগ্রিকভাবে আমি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একমত পোষণ করছি’। রয়টার্স, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ