বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে পথসভা ও উঠান বৈঠকসহ বিভিন্নভাবে প্রচার-প্রচার চালিয়ে যাচ্ছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী একাব্বর হোসেন ও বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী। এ আসনে জাতীয় পার্টির জহিরুল ইসলাম জাহির, খেলাফত মজলিসের সৈয়দ মাওলানা মজিবুর রহমান, প্রগতিশীল গণতান্ত্রিক দলের রুপা রায় চৌধুরী এবং ইসলামী আন্দোলনের শাহিনুর ইসলাম প্রার্থী হিসেবে থাকলেও মাঠে তাদের প্রচার-প্রচারনা দেখা যাচ্ছে না। এদিকে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রতিটি ওয়ার্ডে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা সংগঠিত হয়ে নৌকার পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করলেও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন গ্রেপ্তার আতঙ্কে। তবে তারা কৌশল অবলম্বন করে নিরবে ধানের শীষের প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন বলে নেতাকর্মীরা জানিয়েছেন।
শুক্রবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একাব্বর হোসেন উপজেলার বহুরিয়া ইউনিয়নে ও বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী ভাওড়া ইউনিয়নে দিনব্যাপী পথসভা ও উঠান বৈঠকের মধ্যে দিয়ে নিজ নিজ দলের প্রচার প্রচারনা চালান। দুপুরে বহুরিয়া ইউনিয়নের দিঘুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্ধারিত পথসভায় একাব্বর হোসেন এমপি সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক মীর শরীফ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মোফাজ্জাল হোসেন দুলাল, আবুল কালাম আজাদ লিটন প্রমুখ।
অপরদিকে বিকেলে ভাওড়া ইউনিয়নের কামারপাড়ায় একটি বাড়িতে উঠান বৈঠকে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী খালেদা জিয়ার মুক্তির জন্য সকলের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। ভীতি সৃষ্টির লক্ষে পুলিশ বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে বলে তিনি তার বক্তৃতায় অভিযোগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, ফিরোজ হায়দার খান স্থানীয় নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।