Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওসমানীননগরে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৮, ৬:৩২ পিএম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ ওসমানীনগর উপজেলার প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারদের (ভোট গ্রহণ কর্মকর্তাদের) প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টায় ও বিকাল আড়াইটায় দুটি ব্যাচে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়।
প্রশিক্ষণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাচন ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের সহকারী পরিচালক মো: আমিরুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ইসরাইল হোসেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো: আনিছুর রহমান ও উপজেলা নির্বাচন অফিসার মাকসুদ হোসেন।
আগামী ৩০ ডিসেম্বর ওসমানীনগরে ১ লক্ষ ৩৫ হাজার ৯ শ ২৮ জন ভোটারের ভোট ৫৩টি কেন্দ্রে গ্রহন করা হবে। প্রশিক্ষণে অংশ গ্রহন করেন, ৫৬জন প্রিসাইডিং অফিসার, ৩শ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ৬শ জন পোলিং অফিসার। ওসমানীনগর উপজেলা নির্বাচন অফিসার মাকসুদ আলম তথ্যটি নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ