বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নোয়াখালী-৫ কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপি প্রার্থী ব্যারিষ্টার মওদুদ আহমদ বলেছেন, এখনও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়নি। আমরা চাই শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন। কিন্তু ভোট কেন্দ্র দখল ও চুরি করতে কেউ পারবেন না। রাতের বেলায় ভোটারদের বাড়িতে গিয়ে ভয়-ভীতি দেখাতে পারবেন না। আমি ৫ বছর কি অবস্থায় এলাকায় ছিলাম, তা আপনারা সবাই জানেন। আমাকে গত রমজান ঈদ ও কোরবানির ঈদের সময় বাড়ি থেকে বের হতে দেয়নি। পুলিশের গাড়ি আমার বাড়ির সামনে আড়াআড়ি করে রাখে। নেতাকর্মীরা আমার সাথে দেখা করতে আসার পথে পথে তাদের ওপর হামলা হয়। উল্টো তাদের বিরুদ্ধে মামলা হয়। কোম্পানীগঞ্জে এমন কোন নেতা নাই যার বিরুদ্ধে মামলা নাই।
তিনি আরও বলেন, প্রতিনিয়ত আমাদের নেতাকর্মীদের ওপর হামলা, মিথ্যা মামলা করা হচ্ছে এবং প্রতিরাতে গ্রেফতার চলছে। আ’লীগ নিজেরা তাদের অফিস ও প্রচারের গাড়ি ভাংচুর করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করছে। তারা মুখে গণতন্ত্রে কথা বলছে, বাস্তবে তা তাদের মধ্যে নেই। আমার ক্ষমতার আমলে স্কুল, কলেজ সরকারী করণ, ফায়ার সার্ভিস, কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নির্মান, উপজেলা ভবন, বসুরহাট-কবিরহাট রাস্তা পাকা করণ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ব্যাপক উন্নয়ন করেছি। কে বেশি উন্নয়ন করছে তা জনগণ আগামী ৩০ ডিসেম্বর এর নির্বাচনে এ এলাকার জনগণ ধানের শীষে ভোট দিয়ে তা প্রমাণ করবে।
ব্যাবিষ্টার মওদুদ আজ শুক্রবার আজ নোয়াখালী-৫ আসনের কবিরহাট উপজেলার ফরাজী বাজারে গণসংযোগকালে এক পথসভায় এসব কথা বলেন। পরে তিনি ছনখোলা দরবশে সাহেবের মাজার জিয়ারত ও সেখানে জুম্মার নামাজ আদায় করেন। এ সময় উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহিম, কবিরহাট পৌর বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু, বিএনপি নেতা মাহমুদুর রহমান হেলেন ও আবদুল হান্নান প্রমুখ। এছাড়া তিনি মন্তাজের টেক, নুর সোনাপুর, টেকের বাজার, কালা মিয়ার পোল, করমবক্স বাজার ও মাওলানা বাজারে গণসংযোগ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।