Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে মামলা-হামলা আতঙ্কে নির্বাচনী প্রচারণায় স্থবির বিএনপি

চাঁদপুর স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৮, ৩:২৪ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহুর্তে সব দলের প্রার্থীদের সরব থাকার কথা থাকলেও চাঁদপুর-৩ আসন ব্যতীত অন্য ৪টি আসনে প্রচারণায় চলছে স্থবিরতা। অসংখ্য নেতা-কর্মী বিভিন্ন মামলায় গ্রেফতার হওয়ায় সর্বত্র ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মামলা, হামলা ও গ্রেফতার আতঙ্কে দিন কাটে বিএনপি নেতা-কর্মীদের।

‘জয় বাংলা, জিতবে এবার নৌকা, শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’ ইত্যাদি শ্লোগানের মিছিল আর গান-বাজনার প্রচারণায় মুখর আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মী ও সমর্থক। এলাকাভিত্তিক গণসংযোগ ও লিফলেট বিতরণও করছেন তারা। এছাড়া নৌকার প্রার্থীরা স্ব-স্ব এলাকায় প্রতিদিনের নির্ধারিত নির্বাচনী উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।
তাদের সাথে পাল্লা দিয়ে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন চরমোনাই পীর সাহেবের হাতপাখা, বাসদের মই ও জাকের পার্টির গোলাপ ফুল মার্কার প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা।

কিন্তু নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি তথা ঐক্যফ্রন্টের প্রার্থীরা ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন। প্রচার-প্রচারণায় নেই নেতা-কর্মীরা। তাদেরকে নির্বাচনী মাঠে অধিকাংশ ক্ষেত্রে নীরব এবং নিষ্ক্রিয় থাকতে দেখা যাচ্ছে।
কারণ হিসেবে জানা যায়, মামলা, হামলা ও গ্রেফতার আতঙ্কে দিন কাটে তাদের। ধানের শীষ প্রতীকের প্রার্থীদের প্রচারণায় প্রতিপক্ষরা একাধিক স্থানে হামলা করেছে। অভিযোগ রয়েছে, পুলিশ হামলাকারীদের না ধরে উল্টো বিএনপি নেতা-কর্মীদের নামে মামলা দিচ্ছে।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে এম এ হান্নানের নির্বাচনী শোডাউনে হামলা করে পন্ড করা হয়েছে। পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় শত শত নেতা-কর্মীর নামে মামলা করা হয়। চাঁদপুর-১ (কচুয়া)আসনে ধানের শীষের প্রার্থী মোশারফ হোসেনের নির্বাচনী প্রচারণায়ও হামলা করে গাড়ি ভাংচুর করা হয়েছে। চাঁদপুর-২ আসনের মতলব উত্তরে বিএনপির প্রার্থী ড. জালাল উদ্দিনকে নিজ বাড়িতে পুলিশ অবরুদ্ধ করে রাখার অভিযোগ রয়েছে। নির্বাচনী প্রচারণা চালাতে গেলেই হামলার শিকার হচ্ছেন দলের নেতা-কর্মী ও তাদের সমর্থকরা। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিঃ মমিনুল হককে নির্বাচনী প্রচার কার্যক্রম বন্ধ করে বাড়ি ফিরতে হচ্ছে। সেখানেও পুলিশের গ্রেফতার আতঙ্ক রয়েছে।

ধানের শীষ প্রার্থীদের অভিযোগ, নির্বাচন সামনে রেখে অসংখ্য নেতা-কর্মীকে পুলিশ বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে। অন্যদেরও ধরার জন্যে পুলিশ তৎপর। এ কারণে নেতা-কর্মীদের মাঝে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নির্বাচনী প্রচারণায় চলছে স্থবিরতা। চাঁদপুরের সব আসনে বিএনপি প্রার্থীদের আশা, জনগণ ভোট দিতে পারলে ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন নীরব ভোট বিপ্লব হবে তাদের অনুকুলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ