Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাসিরনগরে প্রশাসন বিমাতাসুলভ আচরন করছে- বিএনপি প্রার্থী একরামুজ্জামান

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৮, ৩:০৭ পিএম | আপডেট : ৩:২৬ পিএম, ২১ ডিসেম্বর, ২০১৮

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে বিএনপি ও জাতীয় ঐকফ্রন্ট মনোনীত প্রার্থী এস এ কে একরামুজ্জামান বলেন নাসিরনগরে প্রশাসন আমার ও আমাদের নেতাকর্মীদের সাথে বিমাতাসুলভ আচরণ করছে। তিনি অভিযোগ করেন প্রশাসন ও মহাজোটের নেতাকর্মীরা আমার নির্বাচনী মিটিং  মিছিল ও প্রচারণার কাজে কৌশলে বাঁধা গ্রস্থ করছে।  আমার দলের নেতাকর্মীদের গ্রেপ্তার আতংকে হয়রানি করছে। কিন্তু মহাজোট প্রার্থী শুরু থেকেই একের পর এক নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা সত্বেও কোন ব্যবস্থা গ্রহণ করছেন না। এমনকি আমি ইতিমধ্যেই নির্বাচন কর্মকর্তাদেরও এসব বিষয়ে অবহিত করেছি। আমি একজন শান্তি প্রিয় মানুষ কোন ঝামেলায় জড়াতে চাইনা তবে ৩০ ডিসেম্বর ভোট গ্রহনের দিন কোন ধরণের অপশক্তি কিছু করার অপচেষ্টা করলে তা কঠিন ভাবে জনগণকে নিয়ে প্রতিহত করবো ইনশাআল্লাহ । শুক্রবার সকাল ১১.৩০ মিনিটে নাসিরনগর প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারন সম্পপাদ এম এ হান্নান, সাবেক এমপি সাফি মাহমুদ, বিএনপি নেতা ওমরাও খান, আজিজুর রহমান চৌধুরী। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্ললাবে সভাপতি সুজিত চক্রবর্তী, সেক্রেটারি মোজাম্মেল হক সবুজ, মানবজমিনের মানবজমিন প্রতিনিধি  আজিজুর রহমান চৌধুরী, দৈনিক ইত্তেফাকের নাসিরনগর উপজেলা সংবাদদাতা আক্তার হোসেন ভূঁইয়া, নয়া দিগন্তের প্রতিনিধি আছমত আলী, দৈনিক ইনকিলাবের নাসিরনগর উপজেলা সংবাদদাতা মোযযাম্মিল  হক, সাংবাদিক  আব্দুল হান্নান, এম ডি মোরাড সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার  সাংবাদিকবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ