Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীর মাতুয়াইলে বিএনপি প্রার্থীর ব্যাপক গণসংযোগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৮, ১:১১ পিএম
প্রতীক পাওয়া পর থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে খুব জোরেশোরে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন ঢাকা-৫ আসনের বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী নবীউল্লাহ নবী। গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজও বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে নির্বাচনী এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন বিএনপির রাজপথ কাঁপানো এই নেতা।
আজ শুক্রবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে মাতুয়াইলের বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন তিনি। এতে তার সঙ্গে যোগ দিয়েছেন দলের ব্যাপক-সংখ্যক নেতা-কর্মী। 
ইতোমধ্যে ৫০নং ওয়ার্ড, ৪৮নং ওয়ার্ড, ডেমরার স্টাফ কোয়ার্টার, ধীতপুর ও ডগাইর বাজার, শনির আখড়ার গোবিন্দপুর বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন নবীউল্লাহ নবী।
এ আসনে সর্বমোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৭২৫। এর মধ্যে পুরুষ ভোটার ২,৩১৫৯২ এবং নারী ভোটার ২,১৯১৩৩ জন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা মেট্রোপলিটনের ডেমরা, দনিয়া, মাতুয়াইল ও সারুলিয়া ইউনিয়ন নিয়ে এ আসনটি গঠিত।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ