বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগেখালি ইউনিয়নের ওফাপুরে নৌকা প্রতীকের কার্যালয়ে অগ্নিসংযোগ ও বোমা হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াত-বিএনপির আট কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, মধ্যরাতে ওফাপুরে নৌকা প্রতীকের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় ৬-৭টি বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ জানান, রাতে জামায়াত-বিএনপির লোকজন মিছিল নিয়ে এসে স্থানীয় একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। আমাদের উপস্থিতিতেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে। পরে অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির আটজনকে আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।