একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, “বিচারিক ক্ষমতা মুখ্য বিষয় নয়। তারা যে কোনো পরিস্থিতি বিবেচনা করে সব ধরনের ব্যবস্থা নিতে পারবে।”
আজ শুক্রবার সকালে রাজশাহী শিল্পকলা একাডেমিতে নির্বাচনে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সচেতনতা কর্মশালা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সাংবিধানিক প্রতিষ্ঠানের এই কর্মকর্তা বলেন, “মারামারি বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতির অংশ। নির্বাচনের সিডিউল (তফসিল) ঘোষণার পর উত্তপ্ত বাক্যবিনিময় ও উত্তাপ না থাকলে ভালো লাগে না।”
নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, “বিচারিক ক্ষমতা মুখ্য বিষয় নয়। তারা যে কোনো পরিস্থিতি বিবেচনা করে সব ধরনের ব্যবস্থা নিতে পারবে।”
আদালতের নির্দেশে বেশ কয়েকজনের প্রার্থিতা বাতিল হওয়ায়
বিএনপির পুনঃতফসিল দাবি প্রসঙ্গে এই
নির্বাচন কমিশনার বলেন, আইনি বিষয় খতিয়ে দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।