বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাঁচটি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাতে আজ শুক্রবার নারায়ণগঞ্জ যাচ্ছেন ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা।
এদিন বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা স্টেডিয়ামে এ উপলক্ষে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে।
নারায়ণগঞ্জ-৫ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক এমপি এসএম আকরামের বরাত দিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সেক্রেটারি এটিএম কামাল জানান, শুক্রবার বন্দরের সিরাজউদ্দৌলা ক্লাব মাঠে সমাবেশের কথা ছিল। কিন্তু সেখানে বাধা দেয়ার পর সোনাকান্দা স্টেডিয়ামে আবেদন করা হয়। প্রশাসন থেকে সোনাকান্দা স্টেডিয়ামে সমাবেশ করার অনুমিত দেয়া হয়েছে।
সমাবেশে ‘ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, জেএসডির সভাপতি আ.স.ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরীসহ ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।