Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত

কুমিল্লায় ড. মোশাররফ

দাউদকান্দি ও চান্দিনা উপজেলা সংবাদাদাতা : | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বিরোধীদল শূন্য নির্বাচনী ফিল্ড তৈরি করতে সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আমলা ও পুলিশ দিয়ে সরকারের শেষ রক্ষা হবে না বলে মন্তব্য করেছেন, কুমিল্লা-১ ও ২ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী এবং বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি গতকাল বৃহস্পতিবার কুমিল্লা-১ আসনের মেঘনা উপজেলায় ব্যাপক গণসংযোগ করেন এবং হরিপুর, বড়কান্দা ও কান্দারগাঁওয়ে পথসভায় এসব কথা বলেন।

ড. মোশাররফ বলেন, সারা দেশে ধানের শীষের গণজোয়ার দেখে সরকার ভীত। তারা ধানের শীষের নিশ্চিত বিজয় ছিনিয়ে নিতে ভিন্ন পথ খুঁজছে। সরকার জনগণ নির্ভর না হয়ে আমলা ও পুলিশ নির্ভর হয়ে পরেছে। তিনি বলেন, জনগণের প্রতি আ.লীগের আস্থা নেই। এই দলটি ক্ষমতায় থেকে নির্যাতন, লুটপাট, দুর্নীতিসহ নানা কুকর্ম করে জনগণকে সীমাহীন কষ্ট দিয়েছে। জনগণের কাছে ভোট চাওয়ার মতো সৎসাহস তাদের নেই। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আ.লীগের কোন পাত্তা থাকবে না।
তিনি অভিযোগ করে বলেন, বিরোধী দলের প্রার্থী ও নেতাকর্মীদের নানাভাবে হেনস্থা করছে, ভয়-ভীতি দেখাচ্ছে। বিএনপির এই প্রবীণ নেতা বলেন, সকল দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করা জরুরী। অথচ তা এখনও করা হয়নি। সরকারি দলের এমপি নেতাদের নির্দেশে প্রশাসন চলছে। এতে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা বাড়ছে। জনগণ এই ত্রাহি অবস্থা থেকে পরিত্রাণ চায়, পরিবর্তন চায়। বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ও ধানের শীষ জনগণের নির্ভরতার প্রতীক। জনগণ ধানের শীষ প্রতীকের সরকার ক্ষমতায় দেখতে চায়।

ড. মোশাররফ উন্নয়ন ও শান্তির প্রতীক ধানের শীষে ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহবান জানিয়ে বলেন, ভোটের পর গণনা পর্যন্ত আপনারা ভোটকেন্দ্র পাহারা দিয়ে ভোট রক্ষা করবেন। নেতাকর্মী, এলাকার মুরব্বীসহ সর্বস্তরের হাজার হাজার মানুষের উপস্থিতিতে পথসভাগুলো বিশাল জনসভায় রূপ নেয়। গণসংযোগকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, বিএনপি নেতা আজহারুল হক শাহীন, আব্দুল অদুদ মুন্সী, আব্দুল মতিন ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ