Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

মালয়েশিয়ায় থেকেও অভিযোগে নাম

স্টাফ রিপোর্টার, কুমিল্লা : | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

কুমিল্লা-৩ মুরাদনগর আসনের বিএনপি প্রার্থী কেএম মুজিবুল হকের ছোট ভাই কাজী জুম্মন বসরী ১৪ ডিসেম্বর মালয়েশিয়ায় ছিলেন। কিন্তু নির্বাচন ট্রাইব্যুনালে করা অভিযোগে তিনি মুরাদনগর ছিলেন এমন কাল্পনিক অভিযোগের শুনানীতে অংশ নিতে হয়েছে কাজী জুম্মুনকে। একই শুনানীতে অংশ নেন বিএনপি প্রার্থী কেএম মুজিবুল হক।

গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার আদালতে নির্বাচন ট্রাইব্যুনালে শুনানিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের নিকট কুমিল্লা-৩ মুরাদনগর আসনের বিএনপির প্রার্থী কেএম মুজিবুল হক অভিযোগ করে বলেন, ১৪ ডিসেম্বর প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রার্থীর লোকজন মুরাদনগর থানার সামনে তার গাড়ি বহরে হামলা করেছে। অথচ নির্বাচন ট্রাবুন্যালে উল্টো অভিযোগ দেয়া হয়েছে তার ছোট কাজী জুম্মন বসরীর নেতৃত্বে প্রতিপক্ষের উপর হামলা করা হয়েছে। জুম্মন বসরীর একটি এডিট করা ছবি নির্বাচনী তদন্ত ট্রাইব্যুনালে জমা দিয়ে এ অভিযোগ আনা হয়। অথচ জুম্মন বসরী ওই দিন মালয়েশিয়া ছিলেন। বিএনপি প্রার্থী মুজিবুল হক আরো বলেন, কুমিল্লা-৩ আসনে প্রতিদিন আওয়ামী লীগের প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন। সেগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছে।

এসব বিষয়ে বাঙ্গরা থানার ওসি মিজানুর রহমান বলেন, কাউকে হয়রানির অভিযোগ সত্য নয়। বিএনপির প্রার্থী সহযোগিতা চাইলে আমরা ফোর্স দিয়ে তাকে সহযোগিতা করবো। মুরাদনগর থানার ওসি মঞ্জুর আলম বলেন, কোথাও বিএনপির প্রার্থীর প্রচার কাজে পুলিশি বাধা বা নেতাকর্মীরা হয়রানির শিকার হয়েছে এমন কোন ঘটনা ঘটেনি। বিএনপি প্রার্থী কোন সহযোগিতা চাইলে আমরা তাকে সহযোগিতা করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ