রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আ.লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কোটালীপাড়া উপজেলা আ.লীগের নেতারা। তারা বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন এবং আগামী ৩০ ডিসেম্বর কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করছেন। এ সময় আ.লীগ সরকারের বিগত ১০ বছরের অগ্রযাত্রা ও উন্নয়নের নানা বিষয়ে তুলে ধরেন। এ ছাড়াও আ.লীগের নির্বাচনী ২১টি ইশতেহারের কথা বলেন। প্রতীক বরাদ্দের পর থেকে নেতারা উপজেলার প্রতিটি ইউনিয়ন গ্রাম ও পাড়া-মহল্লায় মিছিল-মিটিং ওঠান বৈঠক ও সভা-সমাবেশ করে যাচ্ছেন। নেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা। পুরো এলাকায় বিরাজ করছে নির্বাচনী আমেজ। কেন্দ্রীয় আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি অ্যাড. শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে প্রচারণায় অংশ নিচ্ছেন উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. সুভাষ চন্দ্র জয়ধর, সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌরমেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া, সাবেক মেয়র এইচ এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুজ্জামান খান মিলন, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, দেবদুলাল বসু পল্টুসহ অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ। তারা সভা সমাবেশে উপস্থিত হয়ে বিএনপি জোট সরকারের বিগত দিনের অসহনীয় নির্যাতন, নিপীড়ন, অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের ভয়াবহ চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন এবং শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য আহ্বান জানান। অপর দিকে, এ এলাকায় বিএনপি বা অন্য কোনো দলের প্রার্থীদের কোনো প্রচার-প্রচারণা চোখে পড়ছে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।