Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রবণ প্রতিবন্ধীদের কক্লিয়ার ইমপ্লান্ট দিচ্ছে ঢাকা সিএমএইচ

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২০১৮-২০১৯ অর্থ বছর হতে ‘জাতীয় কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রম’ ঢাকা সিএমএইচ এ চালু হয়েছে। উক্ত মন্ত্রণালয়ের অনুমোদিত কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইস বরাদ্দ নীতিমালা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদেরকে বিনামূল্যে/আংশিক মূল্যে তা প্রদান করা হবে। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইসটি বরাদ্দ পাওয়া ও সার্জারীর মাধ্যমে কানে স্থাপনের জন্য আগ্রহী শ্রবণ প্রতিবন্ধী রোগী/অভিভাবকগণের পক্ষ থেকে আবেদন আহবান করা যাচ্ছে। আবেদনপত্র ও বিস্তারিত তথ্যের জন্য ঢাকা সিএমএইচ এর প্রশাসনিক ভবনের ৪র্থ তলায় জিএস-২ (কর্ড) (০২-৮৭১১১১১ বর্ধিতঃ ৪৫০৬) এর সাথে অফিস চলাকালীন সকাল ৮ টা হতে দুপুর ২ টা ৩০ মিনিট পর্যন্ত যোগযোগ করতে বলা হয়েছে। উল্লেখ্য, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় একটি বিশ্বমানের কক্লিয়ার ইমপ্লান্ট সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের পাইওনিয়ার প্রতিষ্ঠান হিসাবে অত্র সেন্টারে নিয়মিত কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারী সম্পন্ন হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ