Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উলিপুর বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ২

উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

কুড়িগ্রামের উলিপুরে ইউনিয়ন বিএনপিসাধারণ সম্পাদকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের ঠাকুরবাড়ি বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের গতকাল বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
জানা যায়, ২০১৭ সালের জানুয়ারি মাসে নাশকতামূলক কর্মকান্ড, যানবাহনে অগ্নিসংযোগ ও বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগের মামলায় সন্ত্রাস বিরোধী আইনে সন্দেহবশত উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের ইউনিয়ন বিএনপিসাধারণ সম্পাদক সহিদুর রহমান (৪৬) ও দলের কর্মী আনোয়ার হোসেনকে (৪৫) ওই ইউনিয়নের ঠাকুরবাড়ি বাজার থেকে বুধবার রাতে আটক করা হয়।
উলিপুর থানার ওসি তদন্ত আনোয়ারুল ইসলাম বিএনপি নেতা আটক হওয়ার কথা স্বীকার করে বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি অশান্ত এবং নির্বাাচনে বিশৃঙ্খলা ঠেকাতে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ