Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে নৌকা সমর্থকের ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া এলাকায় এক নৌকা প্রতীক সমর্থকের ওপর হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে হামলার শিকার আবদুল জাব্বার বাদি হয়ে ১৬ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। হামলার শিকার আবদুল জাব্বার হলো উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের এখলাসপুরের সাইদুর রহমানের ছেলে। জানা গেছে, বুধবার সন্ধ্যায় উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের এখলাসপুর এলাকায় বিএনপির একটি নির্বাচনী মিছিল হচ্ছিল। এ সময় মিছিলের পাশ দিয়ে নৌকা প্রতীকের সমর্থক আবদুল জাব্বার মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে বিএনপির মিছিল অতিক্রম করার সময় তার ওপর হামলা চালায় মিছিলকারীরা। এতে আবদুল জাব্বার গুরুত্বর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এতে তার ব্যবহৃত বাজাজ নামে একটি মোটরসাইকেল ভাঙচুর করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই জুলহাস মৃধা জানান, আবদুল জাব্বারের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা, গুরুত্বর জখম, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন হবে। এর আগে শ্যামপুর এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনূ প্রচারণার জন্য ব্যবহৃত একটি অটোরিকশা ভাঙচুরের অভিযোগ করেছে নৌকা প্রতীকের প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের ভাই মো. টিটো। তিনি জানান, পৃথক দুটি ঘটনায় বিএনপি-জামায়াতের কর্মীরা ঘটিয়েছে বলে দাবি করেন। অপর দিকে, পৃথক দুটি ঘটনার বিষয়ে জানতে বিএনপিধানের শীষ প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পাঁকা ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় বক্তৃতা দেয়ার কারণে তার বক্তব্য পাওয়া যায়নি। তবে ধানের শীষ প্রার্থীর মুখপাত্র জেলা বিএনপির সদস্য বারিউল ইসলাম বারি জানান, পৃথক দুটি ঘটনায় ব্যাপারে বিএনপির কোনো কর্মী জড়িত নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ