রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
এক নারী রোগীর শ্লীলতাহানির অভিযোগে জয়পুরহাট জেলা আধুনিক হাসপতালের এক কর্মরত ডাক্তারকে মারধর করেছে রোগীর লোকজন।
জানা যায়, গত মঙ্গলবার সকাল ১০টায় শহরের শান্তিনগর মহল্লার ২৩-২৪ বয়সের এক নারী নেশাজাতীয় ট্যাবলেট সেবনে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন ওই রোগীকে দুপুরে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। রোগী ভর্তি থাকা অবস্থায় রাত আড়াইটার দিকে কর্তব্যরত ডা. মাহবুবুল হক ওই রোগীকে দেখতে তার বেডে যান। এসময় কোনো নার্স বা হাসপাতালের কেউ ডাক্তারের সাথে ছিলেন না। রোগী কিছুক্ষণ পর ডাক্তারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করে ঘটনাটি তার স্বামীকে জানায়। এর পরপরই রোগীর স্বামী ও তার লোকজন হাসপাতালে গিয়ে ওই ডাক্তারকে বেদম মারধর করে।
এ ব্যাপারে ডা. মাহাবুবুল হককে প্রশ্ন করলে তিনি শ্লীলতাহানির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। হাসপাতালের অন্যান্য ডাক্তাররা জানান, ইতোপূর্বেও ওই রোগী নেশাজাতীয় ওষধ সেবনে অসুস্থ হয়ে আরো দুইবার হাসপাতালে ভর্তি হয়েছিল। ডাক্তারকে মারধরের অভিযোগে বুধবার জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের তত্ত¡াবধায়ক এফ এম মুছা আল মানছুরের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ডাক্তারকে মারধরের অভিযোগে ডাক্তারদের পক্ষ থেকে সদর থানায় মামলা দায়ের করা বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় এবং মারপিটের সাথে জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে পরবর্তীতে আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়। এদিকে ওই রোগীর স্বামী অটোরিকশা ডাইভার স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে জয়পুরহাট সদর থানায় অভিযোগ দায়ের করেছেন বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানিয়েছেন।
এদিকে এ ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ডাক্তার ও নার্সরা ধর্মঘট পালন করেন। দোষীদের গ্রেফতার না হলে আগামীকাল শনিবার হতে প্রতিদিন এক ঘণ্টা করে ধর্মঘট পালন করা হবে বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।